Advertisment
Presenting Partner
Desktop GIF

ওটিটি যুগের আগে অভিনেত্রী মানেই হয় সন্তোষী মা নয় আইটেম ড্যান্সার: অমল পালেকর

Actor Amol Palekar: বিশেষ নারীকেন্দ্রিক চরিত্রে অভিনেত্রীদের নিয়ে উচ্চমার্গের কাজ করছে ওটিটি মাধ্যম। এমন দাবি করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Amol palekar, OTT, Bollywood

ছবির একটি দৃশ্যে অভিনেতা।

Actor Amol Palekar: অমল পালেকর বলিউডে পরিচিত মুখ হলেও, সেভাবে বড়পর্দায় তাঁকে দেখা যায়নি। কারণ তিনি ধূমকেতু, এক দশকে একবার দেখা দেন। একাধিক সাক্ষাৎকারে নিজের এমন আত্মসমীক্ষা করেছেন অমল পালেকর। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও তিনি রক্ষণাত্মক। নানা মাধ্যমে এমনটাই দাবি করেন বলিউড প্যারালাল ছবির এই জনপ্রিয় মুখ। তাঁকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল মারাঠি ছবি সমান্তরে।

Advertisment

প্রায় একযুগ পর ওটিটির হাত ধরে ফের অভিনয়ে ফিরছেন অমল। এবার তাঁকে দেখা যাবে জি-৫-এর ছবি ২০০ হাল্লা হো ছবিতে। যেখানে অবসরপ্রাপ্ত দলিত বিচারকের ভুমিকায় অভিনয় করেছেন তিনি। সেই ছবির প্রচারে ওটিটি প্ল্যাটফর্মের ইতিবাচক দিকের প্রশংসায় পঞ্চমুখ এই প্রবীণ অভিনেতা।

বিশেষ নারীকেন্দ্রিক চরিত্রে অভিনেত্রীদের নিয়ে উচ্চমার্গের কাজ করছে ওটিটি মাধ্যম। এমন দাবি করেন তিনি। তাঁর মন্তব্য, ‘ওটিটি মাধ্যম আসার আগে অভিনেত্রী মানে সন্তোষী মা, মা কিংবা পণ্য।‘ কিন্তু ওটিটি মাধ্যম সেই ধারা ভেঙেছে। নারীদের অন্তরে স্পৃহা, জীবনযুদ্ধ নিয়ে কাজ করছে তারা। আমিও পহেলি এবং লাচ্ছি ছবিতে নারীদের অম্য ভুমিকায় দেখানোর চেষ্টা করেছি। এভাবেই প্রশংসামুখর অমল পালেকর।  

এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০০ হল্লা হো, বাস্তব ঘটনার উপর নির্মিত ছবি। ২০০ দলিত মহিলার গল্প। যারা প্রকাশ্য আদালতে ধর্ষণে অভিযুক্ত একজনকে হামলা করে। এই ছবিতে দেখানো হয়েছে, আইনের ফাঁক গলে কীভাবে ধর্ষণে অভিযুক্ত একজন বেকসুর হওয়ার চেষ্টা করে গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood OTT Platform Actress Amol Palekar Santoshi Maa Commercial Item
Advertisment