Mrinal Mukherjee Death: বর্ষীয়ান অভিনেতা ও গায়ক মৃণাল মুখোপাধ্য়ায়ের জীবনাবসান হল ৭ মে দুপুরে। বেশ অনেক দিন ধরেই বার্ধক্য়জনিত সমস্য়ায় ভুগছিলেন তিনি। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি কাজ করেছেন ছোটপর্দা ও বড়পর্দায়।
সত্তর-আশির দশক থেকেই তাঁর গান মুগ্ধ করেছে দর্শককে। মূলত গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবেই কাজ করেছেন পেশাগত জীবনের প্রথম থেকেই। বড়পর্দা ও ছোটপর্দার পাশাপাশি রেডিও নাটকেও অত্য়ন্ত জনপ্রিয় ছিলেন তিনি। তা ছাড়াও দীর্ঘ সময় বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক দেখেছেন তাঁকে কিন্তু তিনি বেশি জনপ্রিয় ছিলেন খল চরিত্রচিত্রণের জন্য়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আরও পড়ুন: বাংলা বিনোদন জগতে পাঁচ দশকেরও বেশি যাত্রা শেষ
কিছুদিন আগেই পরিবারের সকলের সঙ্গে স্ত্রী বাসবদত্তা মুখোপাধ্য়ায়ের জন্মদিন পালন করেছেন। সাম্প্রতিক ছবিগুলির মধ্য়ে রয়েছে ২০১৬ সালের ছবি 'ব্য়োমকেশ ও চিড়িয়াখানা'। এছাড়া সাম্প্রতিক বেশ কিছু বাংলা ধারাবাহিকেও কাজ করছিলেন তিনি।
দীর্ঘদিন ধরেই ক্য়ানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। তার উপর সম্প্রতি জন্ডিসে ভুগছিলেন। গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। সত্তরোর্ধ্ব অভিনেতার মৃত্যুতে শোকাহত সমগ্র বাংলা বিনোদন জগৎ।
প্রয়াত মৃণাল মুখোপাধ্যায়ের দুই সন্তান, অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায় ও অভিনেত্রী-গায়িকা জোজো মুখোপাধ্যায় বাংলা বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত। তাঁর আর এক সন্তান, টিনা মুখোপাধ্য়ায় মডেলিং দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার, এখন তিনি ফ্য়াশন শো কোরিওগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত।
বিনোদন জগতের আরও খবর পড়তে ক্লিক করুন