Dilip Kumar Health: হাসপাতালে ভর্তি ট্র্যাজেডি কিং দিলীপ কুমার

Veteran Actor Dilip Kumar Hospitalised in Lilavati Hospital, Dilip Kumar Health News Updates: দিলীপ কুমারের অসুস্থতার খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে তাঁর ভক্ত ও চলচ্চিত্র মহলে। আগের বছর নভেম্বর মাসে ৯৫-এ পা দেওয়ার পর নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

Veteran Actor Dilip Kumar Hospitalised in Lilavati Hospital, Dilip Kumar Health News Updates: দিলীপ কুমারের অসুস্থতার খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে তাঁর ভক্ত ও চলচ্চিত্র মহলে। আগের বছর নভেম্বর মাসে ৯৫-এ পা দেওয়ার পর নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip-kumar-759

Veteran Actor Dilip Kumar Health News:বর্তমানে হাসপাতেলে চিকিৎসকদের দেখভালে রয়েছেন।

Dilip Kumar Hospitalised: শারীরিক অসুস্থতার জন্য মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার। আজ দুপুর বেলা তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয়। এই কিংবদন্তী অভিনেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের অধীনে রয়েছেন।

Advertisment

Advertisment

দিলীপ কুমারের অসুস্থতার খবরে উৎকণ্ঠা ছড়িয়েছে তাঁর ভক্ত ও চলচ্চিত্র মহলে। আগের বছর নভেম্বর মাসে ৯৫-এ পা দেওয়ার পর নিমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার আগে ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সে সময়েও লীলাবতী হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তী।

আরও পড়ুন: কেমোথেরাপির জন্য চুল কাটতে হল, সোশাল মিডিয়ায় হাসিমুখে নতুন ছবি দিলেন সোনালি বেন্দ্রে

ষাট, সত্তর ও আশির দশক ধরে একচেটিয়া দর্শককে মাতিয়ে রেখেছিলেন ভারতীয় অভিনেতা দিলীপ কুমার। ১৯৪৪ সালে ‘জোয়ার-ভাঁটা’ সিনেমায় অভিনয় করে বলিউডের রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর দিদার,দেবদাস,মুঘল-ই-আজম, রাম অউর শ্যাম, শক্তি, সওদাগর সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। দিলীপ কুমারকে সিনে জগতে দর্শকরা 'ট্র্যাজেডি কিং' নামেই মনে রেখেছে।

bollywood