Advertisment

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা কিশোর নন্দলস্কর

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রণবীর সিং, গোবিন্দা-সহ বলিউডের আরও অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
kishore

করোনাই (Corona) কাল। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল বর্ষীয়ান বলিউড অভিনেতা কিশোর নন্দলস্করের (Kishore Nandlaskar)। গত ১৪ এপ্রিল তাঁর কোভিড (COVID-19) পজিটিভ রিপোর্ট এসেছিল। এরপরই শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক পরিস্থিতির অবনতির ঘটলে থানের একটি কোভিড সেন্টারে তড়িঘড়ি ভরতি করা হয় কিশোরকে। হাসপাতালেই আরও অবনতি হয় শারীরিক পরিস্থিতির। দ্রুত হারে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। এরপর মঙ্গলবারই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা। কিশোর নন্দলস্করের নাতি অনীশ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন একথা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রণবীর সিং, গোবিন্দা-সহ বলিউডের আরও অনেকে।

Advertisment

প্রসঙ্গত, মারাঠি ছবির প্রতিষ্ঠিত অভিনেতা কিশোর নন্দলস্কর। ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই সিনেমা জগতে আত্মপ্রকাশ তাঁর। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুঢারি চোর’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন কিশোর। বলিউডেও তাঁর অভিনীত ছবির সংখ্যা নেহাত কম নয়। ‘খাঁকি’, ‘বাস্তব: দ্য রিয়ালিটি’, ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’, ‘সন্নাটা’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মতো একাধিক সুপারহিট ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কিশোর। দর্শকের কাছে আজও যা জনপ্রিয়।

ইনস্টাগ্রাম স্টোরিতে কিশোরের সাদা-কালো ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন রণবীর সিংও (Ranvir Singh)। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গোবিন্দাও।

অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই মুম্বইয়ের একাধিক অভিনেতার শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, ভিকি কৌশল থেকে শুরু করে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভূমি পেড়নেকরের মতো একাধিক তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।

COVID-19 Kishore Nandlaskar
Advertisment