Advertisment
Presenting Partner
Desktop GIF

Manoj Mitra Death : শূন্য 'বাঞ্ছারামের বাগান', না ফেরার দেশে প্রবাদপ্রতীম শিল্পী মনোজ মিত্র

Manoj Mitra Passes Away : মঙ্গলেই 'অমঙ্গল'। জীবনাবসান প্রবাদপ্রতীম শিল্পী মনোজ মিত্রের। মঙ্গলবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
শূন্য 'বাঞ্ছারামের বাগান'

শূন্য 'বাঞ্ছারামের বাগান'

veteran Actor Manoj Mitra Passes Away : বাংলা চলচ্চিত্র ও থিয়েটার জগতে নক্ষত্রপতন। জীবনাবসান স্বনামধন্য শিল্পী মনোজ মিত্রের। মঙ্গলবার চির ঘুমের দেশে পাড়ি দিলেন কিংবদন্তী অভিনেতা মনোজ মিত্র। শহরের একটি  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ নাট্যকার। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত বিনোদন জগৎ। মনোজ মিত্রের প্রয়াণে ইন্ডাস্ট্রি হারাল আরও এক অভিভাবককে। গত সেপ্টেম্বরে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হৃদজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।  কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকারও বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে একটি নতুন নাটক লেখার কাজ শুরু করেন। পুজোর পর নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই ফের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিলেন। বারংবার অসুস্থতার সঙ্গে লড়াইয়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন মনোজ মিত্র। 

Advertisment

তপন সিনহার কালজয়ী সিনেমা বাঞ্ছারামের বাগানে তাঁর অভিনয় দক্ষতা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তাঁর সামনে যেন খুলে গিয়েছিল এক নতুন দিগন্ত। এছাড়াও প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় আজও কেউ ভোলেনি। মনোজের তৈরি নাট্যদল, ‘ঋতায়ন’।  এই দলের নাট্যকার এবং নির্দেশক হিসেবে কাজ করতেন তিনি।


 মনোজের ঝুলিতে ছিল ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, অবসন্ন প্রজাপতি’-সহ একগুচ্ছ নাটক। বাংলা সিনেমা আর নাটক, দু-দিকই সমানভাবে সামলাতেন মনোজ মিত্র। প্রয়াত এই শিল্পী একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছে ‘শত্রু’, ‘তিন মূর্তি’, ‘দামু’-র মতো সিনেমাগুলি। 

tollywood Bengali Cinema Bengali Actor Bengali Film tollywood news Bengali Film Industry
Advertisment