Rakesh Pandey Death: ৭৭-এ নিভল জীবন প্রদীপ, হৃদরোগ কেড়ে নিল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনেতার প্রাণ

Rakesh Pandey: হিন্দি ও ভোজপুরী সিনেদুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাকেশ পাণ্ডে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদুনিয়ায়।

Rakesh Pandey: হিন্দি ও ভোজপুরী সিনেদুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাকেশ পাণ্ডে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদুনিয়ায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রয়াত শাহরুখ-আমিরের সহ অভিনেতা

প্রয়াত শাহরুখ-আমিরের সহ অভিনেতা

Rakesh Pandey Death: বছরের শুরু থেকেই বিনোদুনিয়ায় ঘটে চলেছে একের পর এক খারাপ ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। ২১ মার্চ শুক্রবার সকাল আটটা বেজে ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা। জুহুর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন ছিলেন সিনিয়ার তারকা রাকেশ পাণ্ডে। ২২ মার্চ তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী, সন্তান ও নাতনি। ১৯৪০ সালের ৯ এপ্রিল হিমাচলপ্রদেশে জন্ম রাকেশ পাণ্ডের। ১৯৬৯-এ সারা আকাশ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ। এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন তিনি। 

Advertisment

হিন্দি ও ভোজপুরী সিনেমার ক্ষেত্রে রাকেশের অনবদ্য অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল। ভিন্নস্বাদের চরিত্রে রাকেশের অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। প্রয়াত অভিনেতা রাকেশ পাণ্ডে অভিনীত 'মেরা রাক্ষস', 'দরজা'-র ছবিগুলো বারবার প্রমাণ করেছে তিনি ছিলেন একজন বহুমুখীপ্রতিভাসম্পন্ন অভিনেতা। এছাড়াও 'ইয়ে হ্যায় জিন্দেগি', 'ওহ ম্যায় নেহি', 'দো রাজা'-এর মতো সিনেমাগুলি রাকেশ পাণ্ডের দীর্ঘ কেরিয়ারের অন্যতম সেরা সম্বল। শাহরুখ, আমির, হৃত্বিক রোশনের সঙ্গে 'দেবদাস', 'দিল চাহতা হ্যায়', 'লক্ষ্য' ও 'ব্ল্যাক'-এ রাকেশের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। 

হিন্দির পাশাপাশি ভোজপুরী ছবির দুনিয়াতেও রাকেশ পাণ্ডে একটি উল্লেখযোগ্য নাম। 'বালাম পরদেশিয়া', 'ভাইয়া দুজ'-এ রাকেশের অভিনয় আজও ভোলেনি ভোজপুরী ছবির দর্শক। সিনেমার পাশাপাশি টেলিভিশন শো 'ছোটি বহু'-তে অভিনয় করেছিলেন। এছাড়াও 'দেহলিজ'-এ কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা রাকেশ পাণ্ডে। তাঁর প্রয়াণে শোকের ছায়া হিন্দি ও ভোজপুরী সিনেমহলে। বড় পর্দায়ে অভিনয় শুরু করার আগে মঞ্চাভিনেতা ছিলেন রাকেশ। পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন প্রয়াত অভিনেতা রাকেশ পাণ্ডে।

Bollywood News Bollywood Actor bollywood movie Bhojpuri