Advertisment
Presenting Partner
Desktop GIF

চলে গেলেন শ্রীরাম লাগু, শোকাহত বলিউড

Dr. Shriram Lagoo: মরাঠি থিয়েটারের ইন্দ্রপতন! বহু চিরস্মরণীয় হিন্দি ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকের স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Veteran actor Shriram Lagoo no more

প্রয়াত ডক্টর শ্রীরাম লাগু।

একশোর বেশি হিন্দি ও মরাঠি ছবিতে অভিনয় করেছেন ডক্টর শ্রীরাম লাগু। মরাঠি, হিন্দি ও গুজরাতি মিলিয়ে প্রায় ৪০টি নাটক। মরাঠি মঞ্চে বহু নাটক পরিচালনাও করেছেন। ১৭ ডিসেম্বর পুনে-তে বার্ধক্যজনিত কারণে জীবনাবসান হল ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২।

Advertisment

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর রাত সাড়ে নটা নাগাদ তাঁর জীবনাবসান হয়। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তিনি শয্যাশায়ী ছিলেন, এমনটাই জানিয়েছেন তাঁর ভাই উদয় লাগু। অভিনেতা দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

১৯২৭ সালে তাঁর জন্ম মহারাষ্ট্রের পুনে-তে। ওই শহরেই তাঁর বেড়ে ওঠা। ডক্টর শ্রীরাম লাগু লন্ডন থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন ইএনটি সার্জন হিসেবে। ৪২ বছর বয়স পর্যন্ত তিনি চিকিৎসকের পেশাতেই মনোনিবেশ করেন মূলত। কিন্তু মঞ্চ ও অভিনয়ের প্রতি তাঁর অমোঘ টান ছিল।

Veteran actor Shriram Lagoo no more 'দেবতা' ছবিতে ড্যানি ডেনজংপা-র সঙ্গে।

১৯৮০ সালে, মরাঠি ছবি 'সিংহাসন' দিয়ে তাঁর পর্দার অভিনয় জীবন শুরু। বহু চিরস্মরণীয় হিন্দি ছবিতে তাঁর অনবদ্য অভিনয় দর্শকের স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তার মধ্যে যেমন রয়েছে ভি শান্তারাম-এর ছবি 'পিঞ্জরা', তেমনই রয়েছে 'দেবতা' ও 'জ্বালামুখী'। পর্দায় তাঁর শেষ অভিনয় ২০১২ সালে, সন্দেশ কুলকার্নির 'মশালা' ছবিতে।

মঞ্চে বেশ কিছু কিংবদন্তি প্রযোজনা রয়েছে তাঁর, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মরাঠি নাটক 'নটসম্রাট'। ১৯৭৮ সালে সেরা সহ-অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হন তিনি 'ঘরোন্দা' ছবির জন্য।

bollywood
Advertisment