Advertisment

সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তৃতীয় দফার ডায়ালিসিস হতে পারে আজ

কেমন আছেন প্রবীণ অভিনেতা এখন?

author-image
IE Bangla Web Desk
New Update
Soumitra Chatterjee

সৌমিত্র চট্টোপাধ্যায়

ডাকলে চোখ খোলার চেষ্টা করছেন, গতকালই এই খবরে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সৌমিত্র-অনুরাগীরা। ইতিমধ্যেই সফলভাবে দ্বিতীয় ডায়ালিসিসের খবর পাওয়া গিয়েছে। আগেই শোনা গিয়েছিল যে, তিন দফায় ডায়ালিসিস হবে। সব ঠিক থাকলে সম্ভবত আজ কিংবা আগামীকাল ফের তৃতীয়বার সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) ডায়ালিসিস হতে পারে বলে খবর। তবে তার আগে খতিয়ে দেখা হবে, গত দু'দফা ডায়ালিসিসের পর প্রবীণ অভিনেতার কতটা শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

Advertisment

বিগত দিন কয়েকের তুলনায় শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই খবর মিলেছিল। আচ্ছন্নভাব থাকলেও ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন। রক্তচাপ আপাতত নিয়ন্ত্রিত। ইউরিন আউটপুট খানিক হলেও বেড়েছে। সূত্রের খবর, হিমোগ্লোবিনের মাত্রা কম থাকার জন্য ২ ইউনিট রক্তও নাকি দেওয়া হয়েছে সৌমিত্রবাবুকে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, রাতে তাঁর ঘুম ভাল হয়েছে। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। নতুন করে আর জ্বর আসেনি। কাজেই বিগত কয়েক দিনের তুলনায় যে তিনি এখন একটু হলেও সুস্থ রয়েছেন, তা বলাই যায়। তবে এখনও পুরোপুরি সংকটমুক্ত নন তিনি।

আরও পড়ুন: ‘বিগ বস’-এ মারাঠি ভাষাকে অপমান ছেলে জানের, স্ত্রীকে ‘দুষে’ ক্ষমা চাইলেন কুমার শানু

বেলভিউয়ের চিকিৎসকদের কথায়, হাসপাতালের বিছানায় রীতিমতো প্রকৃত যোদ্ধার মতো লড়ে যাচ্ছেন 'ফেলুদা'। প্রসঙ্গত, করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের অভিনেতা। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। তবে করোনাকে হারিয়ে মধ্যবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও গত কয়েকদিনে আবারও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। শোনা যাচ্ছে, দু-দফা ডায়ালিসিসের পর নাকি কিছুটা হলেও সুস্থ রয়েছেন অভিনেতা। সারা বাংলা তাঁর আরোগ্য কামনায় রত।

আরও পড়ুন: করোনা আক্রান্ত, তবু বাড়ির মা লক্ষ্মীকে নিজে হাতে সাজালেন অপরাজিতা আঢ্য

tollywood soumitra chatterjee
Advertisment