অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

'চারুলতা'র অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া।

'চারুলতা'র অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Madhabi Mukherjee, Madhabi Mukherjee health update, মাধবী মুখোপাধ্যায়, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাধবী মুখোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি, bengali news today

মাধবী মুখোপাধ্যায়

সবই ঠিক চলছিল। দিন কয়েক আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়। তবে শুক্রবার সকালে আচমকাই ছন্দপতন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী। অতঃপর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই সেখানে মাধবীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

Advertisment

ঠিক কী হয়েছে? মাধবী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত। এদিন রক্তে হঠাৎ-ই শর্করার মাত্রা ওঠা-নামা করায় শারীরিক সমস্যার সূত্রপাত। এছাড়া একাধিক শারীরিক জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। পাশাপাশি বর্ষীয়াণ অভিনেত্রীর রক্তাল্পতাও রয়েছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই মাধবীর শরীর ভাল যাচ্ছিল না। এদিকে অতিমারী পরিস্থিতির জন্য ঠিকমতো ডায়াবেটিসও পরীক্ষা করা হয়নি। শুক্রবার সকালে হঠাৎ-ই রক্তে শর্করার মাত্রা সমস্যা ধরা পড়ায় চিকিৎসকরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।

Advertisment

এদিকে, 'চারুলতা'র অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন টলিপাড়া। বর্ষীয়াণ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। বয়স আশির কোঠায় হলেও এখনও কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। হাসপাতালের তরফে জানা গিয়েছে যে, অভিনেত্রীকে আপাতত মেডিসিন বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশ কয়েকটা টেস্টও করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট দেখেই আগামী চিকিৎসা পদ্ধতির সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Entertainment News Madhabi Mukherjee