Advertisment
Presenting Partner
Desktop GIF

বর্ষীয়ান সহ-পরিচালক, অভিনেতা অরুণ গুহ ঠাকুরতা'র জীবনাবসান

বাংলা সিনেমার অভিনেতা সহকারী পরিচালক ও টেকনিশিয়ানের লড়াই থেমে গেল।মঙ্গলবার ১.৪৫ নাগাদ মৃত্যু হয় টলিপাড়ার প্রবীণ অভিনেতার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহ ঠাকুরতা। এম আর বাঙুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মঙ্গলবার ১.৪৫ নাগাদ মৃত্যু হয় টলিপাড়ার প্রবীণ অভিনেতার। বাংলা সিনেমার অভিনেতা সহকারী পরিচালক ও টেকনিশিয়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে লড়াই থেমে গেল হাসপাতালেই।

Advertisment

কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।শব্দ, সিনেমাওয়ালা, বিসর্জন, জ্যোষ্ঠপুত্রের মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছিলেন সুমন মুখোপাধ্যায়ের বসু পরিবার-এ। সূত্রের খবর, কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন বাঙুর হাসপাতালে। তাঁর চিকিতসার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।

সাহায্যে এগিয়ে এসেছিলে কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষ। তবে প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। সোশাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী।বহুদিন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহ ঠাকুরতা। কাজ করেছেন লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ-এর মতো ছবিতে।

সহকারী পরিচালক হিসেবে শেষ কাজ বুদ্ধদেব দাশগুপ্তের ‘উড়োজাহাজ’ ছবিতে। সারাজীবন প্রচারের আড়ালে থাকা মানুষটির প্রয়াণে ক্ষতি হল বাংলা সিনেমার। তাঁর মতো 'সিনেমাওয়ালা' যে বিরল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Actor
Advertisment