Advertisment

অবশেষে 'Mr. & Mrs', প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনার বিয়ের প্রথম ছবি, দেখুন

বর-কনে বেশে কেমন লাগছে জুটিকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vicky katrina wedding

নব দম্পতির ছবি প্রকাশ্যে। ছবি: ভিকি কৌশল/ইনস্টাগ্রাম

অবশেষে সম্পন্ন বিবাহ অনুষ্ঠান। হাজারো নিয়ম রীতি মেনেই সাত পাঁকে বাঁধা পড়লেন ভিকি কৌশল ( Vicky Kaushal )এবং ক্যাটরিনা কাইফ ( katrina Kaif )। সূত্র অনুযায়ী আদ্যোপান্ত নিয়ম মেনেই দুজনে চির জীবনের বন্ধনে বেঁধে গিয়েছেন। 

Advertisment

হাজার নিরাপত্তার মধ্যেও ঝলক মিলল দুই তারকা দম্পতির। ভিকির পরনে সাদা আইভরি শেরওয়ানি, মাথায় পাগড়ি মুখে হাসির ঝলক। ক্যাটরিনা একেবারেই যেন সাবেকি সাজে মনোরমা - লাল লাহেঙ্গা চোলি, মাথাপট্টি, নাকে নথ - খুশির ঝলক চোখে মুখে! একসঙ্গেই দুজনকে দেখা গিয়েছে সেই মুহূর্তে। গলায় জুঁইফুলের মালা, হাতধরে একসঙ্গে বিবাহ আসরে প্রবেশ করেন ভিকি এবং ক্যাটরিনা।

ভিকি ক্যাটরিনার বিয়ে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। খাবার দাবারের মেনু থেকে অন্যান্য সবকিছুতেই রাখঢাক ছিল দুজনের তরফ থেকেই। পরিবারের সকলেও মুখে কুলুপ এঁটেছিলেন। কথামতই নতুন সম্পর্কের শুরু হল আজ। বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন তাঁরা, তবে নিজেদেরকে নিয়ে জাহির করতে একেবারেই পছন্দ করতেন না দুজনেই। বিয়ে নিয়েও গোপনীয়তা রেখেছিলেন।

publive-image
happily Ever After! মালা বদলের মুহূর্ত। ছবি: ক্যাটরিনা কাইফ/ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, সকাল থেকেই বাজনার শব্দ শোনা যাচ্ছিল দুর্গের বাইরে- নজরে আসেন ভিকির বাবাও। পরপর নিয়ম মেনেই বর সেজে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। রাজস্থানের সাওয়াই মাধপুরে বসেছে বিয়ের আসর, কড়া নিরাপত্তা এবং বিধি মেনেই চলছে অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন পরিবারের সদস্যরা এবং কাছের কিছু মানুষও। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vicky Kaushal katrina kaif Katrina Kaif-Vicky Kaushal wedding
Advertisment