'তোমার চোখ দেখেই বুঝেছিলাম…', ভিকির সিক্রেট জানতেন আলিয়া! সুযোগ বুঝেই ফাঁস করলেন..?

কী এমন জানতেন আলিয়া?

কী এমন জানতেন আলিয়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vicky kaushal, alia bhatt, sham bahadur, today entertainment news, entertainment news, tollywood, bollywood, tolly news

আলিয়া-ভিকি

ভিকি কৌশল এবং আলিয়া ভাট, দুজনের স্ক্রিন অ্যাপিয়ারেন্স যেমন নিদারুণ সুন্দর। ঠিক তেমনই ভিকির সঙ্গে রণবীরের বন্ধুত্বও বেশ গভীর। তাই ভিকির অনেক সিক্রেট দুজনেই জানেন। এমনই এক গভীর কথা শেয়ার করলেন আলিয়া।

Advertisment

প্রথম আলাপ রাজি ছবির শুটিং ফ্লোরে। সেখান থেকেই গভীর বন্ধুত্ব। আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন ভিকি। কিন্তু, এই সেট থেকেই শুরু হয়েছিল এক অদ্ভুত স্বপ্নের গল্প। আলিয়া সাক্ষী ছিলেন তাঁর। তাই তো ভিকির জীবনের এক অনন্য মুহূর্তে অভিনেত্রী সেই সিক্রেট বলেই দিলেন। আলিয়া ভাট বলে কথা, তাঁর চোখকে ফাঁকি দেওয়া সহজ না। কী বললেন তিনি ভিকিকে নিয়ে?

Advertisment

গতকাল রিলিজ করেছে ভিকির নতুন ছবি শাম বাহাদুরের টিজার। সেটি উপলক্ষেই, আলিয়ার গভীর বার্তা ভিকির উদ্দেশ্যে। রাজি ছবির পরিচালক মেঘনা গুলজার পরিচালনা করছেন শাম বাহাদুর। তাই, রাজির সেটেই এই ঘটনার উত্থাপন হয়। অভিনেত্রী ভিকিকে দেখে মুগ্ধ। কেউ কেউ তো এমনও বলেছেন ভিকির জাতীয় পুরস্কার এবার বাঁধা। এদিকে, আলিয়া বলছেন..

সমস্ত গল্পটা শুরু হয়েছিল রাজির সেট থেকেই, মেঘনা যখন গল্পটা বলছিল, তখন থেকেই তোমার চোখে সেই আকাঙ্খা ছিল ভিকি। একটা আলাদা অনুভুতি ছিল শাম বাহাদুরের চরিত্রে অভিনয় করার। আমার থেকে ভাল এটা কেউ জানে না। আমি তোমার স্পৃহা দেখেছিলাম শাম বাহাদুরের চরিত্র নিয়ে তুমি কতটা উৎসাহিত ছিলে। অবশেষে, সেটা হচ্ছে। দারুণ, লাগছে টিজার। আর তুমিও অনবদ্য।

প্রসঙ্গত, আলিয়ার সঙ্গে ভিকির বন্ধুত্বপূর্ন সম্পর্কের ঝলক মাঝে মধ্যেই দেখা যায়। এবং একে অপরের কাজের বেশ প্রশংসাও করে থাকেন। আলিয়ার সব ছবি নিজ দায়িত্বে দেখতে যান ভিকি। এদিকে, গতকাল টিজার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নজরে এসেছে বেশ কিছু রাজনৈতিক মন্তব্য। ইন্দিরা গান্ধীকে এধরনের কিছু বলেছিলেন শাম? সেই সাহস দেখেও প্রশংসা করেছেন বেশিরভাগ।

bollywood alia bhatt Vicky Kaushal Entertainment News