Advertisment

Chhava-Chatrapati Shivaji Maharaj: সম্ভাজী মহারাজকে নিয়ে সিনেমা যেন ভুল তথ্য না দেয়, আগে থেকেই সতর্ক করলেন ছত্রপতি শিবাজীর শিষ্য...

Vicky Kaushal - Chhava: শিবাজী মহারাজ এবং তাঁর পরিবারের লিগেসি, মহারাষ্ট্র তথা ভারতীয় প্রেক্ষাপটে ঠিক কী, সেটা অনেকেই জানেন। এই ধরনের ছবি বানানো নেহাতই সহজ কথা না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
shivaji maharaj- vicky kaushal-chhava

Shivaji Maharaj-Chhava: এই ছবি নিয়ে কী সতর্ক করলেন শিবাজী মহারাজের শিষ্য? Photograph: (Instagram)

Chhava-Vicky Kaushal: ছত্রপতি শিবাজী মহারাজ, তিনি যেভাবে ভারতীয় রাজনীতি এবং রাজ শাসনে ভূমিকা নিয়েছিলেন, এবার তাঁর ছেলে সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যেতে চলেছে ভিকি কৌশল। অভিনেতাকে ছাভার ভূমিকায় দেখে অনেকেই যথেষ্ট আনন্দ পেয়েছেন। তবে, ছত্রপতি শিবাজীর এক অনুরাগী এই ছবি প্রসঙ্গেই যথেষ্ট আলোচনা করেছেন।

Advertisment

শিবাজী মহারাজ এবং তাঁর পরিবারের লিগেসি, মহারাষ্ট্র তথা ভারতীয় প্রেক্ষাপটে ঠিক কী, সেটা অনেকেই জানেন। এই ধরনের ছবি বানানো নেহাতই সহজ কথা না। বিশেষ করে, এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে ভুল তথ্য সমৃদ্ধ কোনও ছবি করা একেবারেই সম্ভব না। সুতরাং, দেখা যাচ্ছে এই ছবি নিয়ে নানা আলোচনা হচ্ছে। কেউ কেউ তো তাঁর সঙ্গে তুলনা টানছেন রণবীর সিংয়ের। এমনকি এও শোনা যাচ্ছে, ছত্র পতি শিবাজী মহারাজের যে শিষ্য রয়েছেন তিনি নাকি নির্মাতাদের এও বলেছিলেন, ঐতিহাসিকদের সঙ্গে ভাল করে আলোচনা করার জন্য।

ভিকি কৌশল, যিনি এতদিন দেশাত্মবোধক ছবি থেকে শুরু করে, কমেডি ছবিতেও কাজ করেছেন। এই প্রথম তাঁকে দেখা যেতে চলেছে এমন একটি ছবিতে, যেখানে ইতিহাসের পাতায় থাকা এক এমন রাজার ভূমিকায় তিনি রয়েছেন, যার বিশেষ ব্যক্তিত্ব এবং আদর্শ নিয়ে আলোচনা করতেই হয়। ছত্রপতি সম্ভাজিরাজে, তিনি নাকি পরিচালকের সঙ্গে নানা আলোচনাও করেছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ঠিক কী কী করতে বলেছিলেন এই ছবির জন্য তিনি। রাজ্যসভার সদস্য এবং জানিয়েছেন...

Advertisment

এই ছবির প্রশংসা করতে হয়। আমার এটাই ভাল লাগছে যে ছত্রপতি সম্ভাজি মহারাজের একটা লিগেসি দারুণভাবে বজায় রাখা হয়েছে এই ছবিতে। পরিচালক লক্ষণ উটেকর, আমায় ট্রেলারটা দেখিয়েছেন। এবং আমার খুব ভাল লেগেছিল। আশা করব, ছবিটা রিলিজের আগেই যেন দেখতে পাই। কিন্তু, যেহেতু ইতিহাস এবং শিবাজী মহারাজের পরিবার নিয়ে এই সিনেমা, সেকারণে যেন ভুল না হয়, তাই এক গুরুত্বপূর্ন পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন তিনি। কী উপদেশ দিয়েছিলেন তিনি?

ছত্রপতি সম্ভাজিরাজে জানিয়েছেন, আমি ওদের বলেছিলাম যেন বেশ কিছু ঐতিহাসিকদের সঙ্গে ওরা কথা বলে, আলোচনা করে। এবং যেন এই গল্পটার ক্ষেত্রে, কোনও ভুল ত্রুটি না হয়। কোনও জিজ্ঞাস্য থাকলে যেন, সেটাও করা হয়। এবং আমি এটাই চেয়েছিলাম একদম সত্যি একটা গল্প যেন সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায়।

bollywood Vicky Kaushal bollywood actress Shivaji Chhatrapati Shivaji Maharaj
Advertisment