ভিকি কৌশল, অভিনয়ের এক অনবদ্য মেলবন্ধন সৃষ্টি করেছেন। একদিকে যেমন বাণিজ্যিক ছবিতে তিনি অনন্য তেমনই আর্ট কিংবা বায়োপিকেও তাঁকে সহজে টেক্কা দেওয়া সম্ভব না। এবারও তিনি ফিরলেন শাম হয়ে...
Advertisment
ডিসেম্বরে ছবি রিলিজ করতে চলেছে তাঁর। একটা বছর ধরেই তিনি দেশের নানা জায়গায় ব্যস্ত শুটিংয়ের ফাঁকে। শাম মানেক্ষর ভূমিকায় তিনি অভিনয় করছেন। ফলেই, একটা আলাদা চাপ তো রয়েছেই। ঘোলাটে চোখ, পাকানো গোঁফ, ঠিক যেন শাম বাহাদুর হাঁটছেন। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের সময় তাঁর ঘাঁটি ছিল সাংঘাতিক। নিজের সতীর্থদের উদ্বুদ্ধ করতে পিছপা হতেন না।
সেই দুর্দান্ত ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেসময়ের রাজনীতি থেকে যুদ্ধ ময়দানেও তার ভূমিকা ছিল সাংঘাতিক। ভিকির সংলাপে বলতে শোনা গেল, "রাজনীতি সামলানো আমার কাজ না। ওটা আপনাদের কাজ, আমি শুধুই আর্মিদের জীবন বুঝি"। ভিকির কথায় চোখে পড়ল দেশপ্রেম, এমনকি সেনাবাহিনীর প্রতি অগাধ আস্থা। অভিনেতা, নিজেকে নিংড়ে দিয়েছেন ফিল্ড মার্শালের চরিত্রে অভিনয় করতে গিয়ে।
প্রসঙ্গত, অভিনেতা এর আগেও একবার দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করেছেন। উরি ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার পর্যন্ত পান। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা গিয়েছে ফতিমা সানা শেখকে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গেই তাঁর যত কথোপকথন। সমস্ত রাজনৈতিক সংলাপ ইন্দিরার উদ্দেশ্যেই বলেছিলেন শাম?
ডিসেম্বরে রিলিজ ছবির। এর আগেও রাজি ছবিতে কাজ করেছিলেন তিনি। মেঘনা গুলজারের সঙ্গেও এটি তাঁর দ্বিতীয় কাজ। শাম বাহাদুর ছবির জন্য কলকাতায় শুটিং করতেও এসেছিলেন তিনি। এদিকে, অভিনেতার নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই তাঁর বন্ধু এবং সহকর্মীরা চূড়ান্ত আশাবাদী। বরুণ ধাওয়ান থেকে অর্জুন কাপুর সকলের একটাই বিশ্বাস, সমস্ত অ্যাওয়ার্ড এবার ভিকি একাই নিয়ে যাবেন।