Vicky Kaushal dada Saheb Phalke: নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে তিনি বাকি রাখেননি। বরং, এর আগেই জাতীয় পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল ( Vicky Kaushal )। আর এবার পেলেন সিনে জগতের আরেক অনন্য সম্মান।
শেষ কিছুদিন তাঁকে হাতে ব্যথা নিয়েই জিম করতে দেখা গিয়েছে। পরের ছবির জন্য তিনি শুরু করেছেন কসরত। স্যাম বাহাদুরের ভূমিকায় তাঁকে শেষবার দেখা গিয়েছে। তবে, গতকাল যেন যোগ্য সম্মান পেয়েছেন তিনি। ভিকি ফ্যানেরা আনন্দে আত্মহারা। ঠিক কেন? গতকাল মায়ানগরীতে উদযাপিত হয়েছে সিনেমার এমন এক পুরস্কারের রাত যাতে হাজির ছিলেন বেশিরভাগ।
শাহরুখ ( SRK ) থেকে রানী ( Rani Mukherjee ), এমনকি নয়নতারা ( Nayantara ) - শাহিদ কাপুর ( Shahid kapoor ) থেকে করিনা ( Kareena ).. অনেকেই এসেছিলেন। গতকাল দাদা সাহেব ফালকে পুরস্কারের রাতে বসেছিল আসর। সেখানেই উপস্থিত ছিলেন না ভিকি কৌশল। কিন্তু, অ্যানিম্যাল ছবির রমরমা ব্যবসার পাশপাশি টেক্কা দিতে না পারলেও ভিকি কিন্তু নিজেকে অভিনেতা হিসেবে সেই ছবিতে প্রমাণ করেছিলেন। স্যাম বাহাদুরের হাঁটার চলন বলন থেকে শুরু করে, প্রতিটা মুহূর্তে নিজেকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। সেই খাতিরেই এই অনন্য সম্মান গেলে তাঁর ঝুলিতে।
আরও পড়ুন - Ranbir Kapoor: অকারণে, রণবীরকে বিরক্ত! করণকে ধমক দিয়েই জায়গা বোঝালেন ‘Animal’ অভিনেতা…
গতকাল রাতে, ভিকিকে দাদা সাহেব ফালকে শ্রেষ্ঠ অভিনেতা ক্রিটিক্স হিসেবে সম্মানিত করা হয়েছে। সেই পুরস্কার নিজে হাতে নিতে যেতে পারেননি তিনি। তারপরেও, বললেন..আমি আজ যেতে পারলাম না পুরস্কার নিতে। কারণ, মুম্বাইয়ের বাইরে কাজে যেতে হয়েছে আমায়। সেই ভিডিও শেয়ার করে ভিকি লিখলেন... "সকলকে ধন্যবাদ যারা আমায় ভালবেসেছেন। স্যাম বাহাদুরকে পুরস্কৃত করার জন্য ধন্যবাদ। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই পুরস্কার আমি অর্পণ করলাম।"
ভিকি অনুরাগীদের বক্তব্য, যেখানে ফিল্মফেয়ারের মঞ্চে ভিকি জায়গা পেলেন না। যেখানে অনেক কষ্টে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছিল এই ছবি, অ্যানিম্যালের চাপে পড়ে ভিকির ছবি একেবারেই সাফল্য পায়নি। এমনকি, কিছুদিন আগেই যখন রণবীর কাপুর ( Ranbir Kapoor ) পুরস্কার পেলেন তখনও অনেকেই নেপটিজম নিয়ে যা নয় তাই বলেছিলেন। অনেকে আবার এও বলেছিলেন, বিক্রান্ত মাসে যেখানে ক্রিটিক পুরস্কার পেয়েছিলেন, সেখানে রণবীর কী করে পুরস্কার পান? প্রশ্ন ছুঁড়েছিলেন তারা এমনই।