Vicky Kaushal Chhaava promotion: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-তে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত 'ছাবা'। সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনেতাকে দেখার অপেক্ষায় দর্শক। তার আগে জোর কদমে চলছে ছবির প্রচার। সম্প্রতি শহর কলকাতা ছবির প্রচারে এসেছিলেন ভিকি কৌশল। পরিস্কার বাংলা ভাষায় কথাও বলেছেন। সেই সঙ্গে খাস কলকাতার ফেমাস মিষ্টিও কিনেছেন ভিকি।
এবার আপকামিং ছবির প্রচারে উড়ে গেলেন পাটনা। আর সেখানে গিয়ে চেখে দেখলেন লিট্টি-চোখা। বিহারের ফেমাস এই খাবার না খেলে পাটনা যাওয়াই বৃথা, সেই অনুভূতি নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গ ভাগ করে নিয়েছেন। শনিবার ছাবার প্রচারে পাটনা এসেছিলেন ভিকি। তখনই রাস্তার ধারে একটি দোকানে দাঁড়িয়ে লিট্টি-চোখা খেয়েছেন। সেই খাবার খেয়ে উদরপূর্তি করে ভোজপুরী ভাষায় বিক্রেতার সঙ্গে কথাও বলেন ভিকি।
পরনে ছিলসাদা কুর্তা-পায়জামা। চোখে রোদচশমা। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিল ভিকি কৌশলকে। পাঁচতারা হোটেলের বাইরে রাস্তার ধারেও যে হাত দিয়ে খাবার খেতে ভিকি কিন্তু সিদ্ধহস্ত। এ যেন তারই প্রমান। ইনস্টা হ্যান্ডেলে ছবি-ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'পাটনা এসে লিট্টি-চোখা কী করে মিস করে যাই?' মুহূর্তে ভাইরাল ভিকি কৌশলের পোস্ট।
ছবির প্রচারে যেখানেই যান সেখানকার খাবারের স্বাদ আস্বাদন করেন ভিকি। সেই সময় ডায়েটকে একেবারে গুডবাই। সম্ভাজি মহারাজের চরিত্র তাঁর কাছে নিতান্তই ছিল বিপরাট চ্যালেঞ্জ। এক সাক্ষাৎকারে ভিকি তাঁর আগামী ছবি নিয়ে বলেন, 'ছাবা আমার কাছে স্পেশাল প্রজেক্ট। মানসিক আর শারীরিক দুই দিক থেকেই ছিল মারাত্মক চ্যালেঞ্জিং।' লক্ষ্মণ উতেকরের সঙ্গে এটি ভিকির দ্বিতীয় ছবি। এর আগে 'জরা হটকে জরা বচকে' -তেও লক্ষ্মণ উতেকরের নির্দেশনায় কাজ করেছেন ভিকি।
ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়ানো ছিল ভিকির কাছে বিরাট চ্যালেঞ্জ। ভিকি জানিয়েছেন ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে। উরি-তে অভিনয়ের পর অ্যাকশনমুখর ছবিতেই সুযোগ পান ভিকি কৌশল। এই ঘরনের চরিত্র তাঁর কাছে একদম নতুন। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ছয়-সাত মাস ট্রেনিং নিতে হয়েছে ভিকিকে। সেই সঙ্গে ৮০ কেজি থেকে হয়েছেন ১০৫ কেজি। সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সিনেমার নেপথ্য কাহিনি শেয়ার করেছেন ভিকি।