/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/vk.jpg)
Vicky-Harleen: কী বলছেন প্রাক্তন?
একসময় ভিকি কৌশলের সঙ্গে কয়েকদিনের জন্য সম্পর্কে ছিলেন তিনি। তারপর, সেটি বেশিদিন আর এগোয় নি। কিন্তু, একবার ফের যখন ভিকি এখন শিরোনামে তখন তাঁর প্রাক্তন প্রেমিকা হার্লিন শেট্টিকে আবারও তাঁদের সম্পর্কের বাগদোর নিয়ে প্রশ্ন করা হল।
২০১৯ সালে ভিকির সঙ্গে সম্পর্কে ছিলেন হার্লিন। কিন্তু, কয়েকমাসের জন্য। সেই সম্পর্ক প্রসঙ্গে কেউ কেউ জানেন, আবার বেশিরভাগই জানেন না। তারপর, করণ জোহরের শোয়ে এসে ক্যাটরিনার প্রসঙ্গে শুনেই ভিকি ঠিক কী করেছিলেন এটা বেশিরভাগের জানা। তবে হার্লিন আজও ভিকির ভাল দিক মনে রেখেছেন।
তাঁকে দুজনের বিচ্ছেদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বেশ সুন্দর উত্তর দিয়েছেন তিনি। ভিকি নিজের জীবনে এখন বেজায় সুখী। তাঁর পছন্দের হিরোইনকে বিয়ে করে এখন তাঁর সুখের ঠিকানা নেই। বিশেষ করে, ব্যাড নিউজের নানা সাক্ষাৎকারে ভিকি তাঁর সংসারের নানা গল্প উল্লেখ করেছেন। আর এবার, হার্লিন বললেন...
"আমার জীবনে প্রত্যেকটা কিছু, এমনকি মানুষও কিছু একটা শিক্ষা দিয়ে যায়। আমি তাদের থেকে খুব শিখি। সেই অভিজ্ঞতাগুলোর কাছে আমি খুব কৃতজ্ঞ। কিন্তু, এমন কোনও অর্থ নেই, যে সেটাকে ধরে রাখতে হবে। আটকে থেকে তো কোনও উপায় নেই? প্রত্যেকের নিজের একটা জার্নি আছে। সেটা মাথায় রাখা উচিত। আমার ক্ষেত্রেও তাই। আর সেই জাহাজটা ভেসে গিয়েছে, সেটাকে সুন্দরভাবে ভেসে যেতে দাও। নতুন কিছু তো হবেই..."।
যদিও বা তাঁর এই মন্তব্যে ভিকি এবং ক্যাটরিনার অনুরাগীরা নানা কথা বলেছেন। কেউ বলেছেন, ভিকি এখন সুখে আছেন, আপনিও মুভ অন করুন। আবার কেউ বলেছেন, দৃষ্টি আকর্ষণ করার পক্ষে ভাল বিষয়। আবার কেউ বলছেন, অতীতটাকে মেনে নিয়ে এগিয়ে যান।