Vicky Kaushal in Kolkata: আলিয়া-দিলজিতের জুতোয় পা গলিয়ে কলকাতা ভ্রমণ ভিকির, বাংলায় কী কী শোনালেন?

Vicky Kaushal - Chhava: কলকাতায় পৌঁছতেই তার সামনে রাখা হয়েছিল মিষ্টির পাত্র। রসগোল্লা থেকে গুড়ের সন্দেশ, সকাল সকাল মিষ্টি মুখ করেছিলেন পর্দার সম্ভাজি মহারাজ। কিন্তু বেলা গড়াতেই তাকে আদ্যপান্ত …

author-image
Anurupa Chakraborty
New Update
Vicky Kaushal in Kolkata for chhava promotion, talks in Bengali

Vicky in Kolkata: কলকাতায় এসে কী বলছেন ভিকি? Photograph: (শশী ঘোষ )

আজ কলকাতায় নিজের নতুন ছবি ছাবার প্রমোশনে এসেছিলেন ভিকি কৌশল। গতকাল রাতেই তিনি আপডেট দিয়েছিলেন, দেশের নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। শরীর খুব ক্লান্ত, কিন্তু যেহেতু কলকাতায় আসতে হবে, এ কারণে অল্প একটু ঘুমের পরে তিনি রওনা দেবেন। এবং কথা মত সকাল হতেই তিনি পৌঁছে গেলেন কলকাতায়।

Advertisment

কলকাতায় পৌঁছতেই তার সামনে রাখা হয়েছিল মিষ্টির পাত্র। রসগোল্লা থেকে গুড়ের সন্দেশ, সকাল সকাল মিষ্টি মুখ করেছিলেন পর্দার সম্ভাজি মহারাজ। কিন্তু বেলা গড়াতেই তাকে আদ্যপান্ত বাঙালি রূপে দেখে যেন মুগ্ধ হতে হয়। পরনে নীল রঙের পাঞ্জাবি, ভিকি বাস্তবে পাঞ্জাবি হলেও যে এতো ভালো বাংলা বলবেন, এ কথা কি জানা ছিল? নিজের ছবির প্রোমোশনে বাংলা বলে মুগ্ধ করলেন কলকাতা দর্শকদের। কী বললেন তিনি?

তার কথায়, "নমস্কার কলকাতা। কেমন আছেন? ১৪ তারিখ আমার ছবি আসছে ছাভা। আপনারা সবাই পরিবার-পরিজন, এবং বন্ধুদের নিয়ে দেখবেন এই ছবিটা। কারণ, এবছর ভ্যালেন্টাইন্স ডে নয়, ছাভা ডে আসছে।" একদিকে তাঁর বাংলা শুনে যেমন মুগ্ধ বাকিরা, ঠিক তেমনই তিনি আরেক কান্ড করলেন। শেষ কিছুবছর যে তারকাই কলকাতা আসছেন, তারাই হলুদ ট্যাক্সিতে চড়ছেন, বাংলায় কথা বলছেন। আলিয়া ভাট থেকে দিলজিত দশন্জ, সেই তালিকায় রয়েছেন অনেকেই। কিন্তু তাঁরা কি এই কাজ শুধু বাঙালির মন ভোলাতে করছেন? প্রশ্ন থেকে যায় অনেক।

Advertisment

এখানেই থামলেন না ভিকি। তাঁর সঙ্গে সঙ্গে এও জানালেন ছবির নেপথ্যের গল্প। অভিনেতা জানালেন এই ধরনের ছবি সম্ভাজীর আশীর্বাদ ছাড়া হত না। অভিনেতাকে বলতে শোনা গেল কিছু পুরোনো ইতিহাসের কথা। তিনি বলেন, প্রতিদিন যখন মহাদেবের নাম নিয়ে কাজ শুরু করতেন, সিঁড়ি পেরিয়ে ফ্লোরে উঠতেই তিনি কেন জানেন না কিন্তু কেঁদে ফেলতেন। আরও শেয়ার করলেন বেশ কিছু কথা।

অভিনেতা বলেন, যেদিন শেষ শুট করেছেন তাঁরা, সেটি সেই একই তারিখে যখন ৩৫০ বছর আগে সম্ভাজি মহারাজের রাজ্যভীষেক হয়েছিল। তাই, তিনি মনে করেন, এই ছবির এক বিশেষ গুরুত্ব আছে গোটা মারাঠা সাম্রাজ্যের কাছে।

kolkata Vicky Kaushal