Vicky Kaushal in Kolkata: একজন দুর্দান্ত রাজার গল্প নিয়ে আসছেন ভিকি কৌশল। ছাভা যে বলিউডের এক বড় হিট হতে চলেছে সেকথা ছবির জনপ্রিয়তা দেখেই বোঝা যাচ্ছে। এমনকি, অভিনেতা ভিকি কৌশল নিজের ছবি নিয়ে পৌঁছে গিয়েছেন শহর কলকাতায়। এমনিও এই শহরের প্রতি তাঁর অনেক ভালবাসা। যতবার এসেছেন ততবার এখান থেকে ভাল কিছু নিয়ে গিয়েছেন।
এবারও কলকাতায় এসেই কী কাজ করলেন তিনি? বর্তমানে তিনি ব্যস্ত নিজের ছবির প্রমোশন করতে। কলকাতায় আজকে সাংবাদিক বৈঠক করবেন তিনি। দেশের নানা জায়গায় তিনি পৌঁছে যাচ্ছেন সম্ভাজি মহারাজ নিয়ে। ছত্রপতি শিবাজী মহারাজ, যিনি নিজের ন্যায় এবং দৃঢ়তার জন্য পরিচিত ছিলেন, তাঁর ছেলের রাজত্বেও কিন্তু মারাঠা সাম্রাজ্যের বেশ অনন্য দিক দেখেছিল গোটা দেশ। সেই গল্পই দেখবে এবার গোটা দেশ।
/indian-express-bangla/media/post_attachments/9ac5206a-38c.png)
কিন্তু কলকাতায় পৌঁছনোর আগেই তিনি নিজের রুটিন বেঁধে নিয়েছিলেন। অর্থাৎ, শরীর সায় না দিলেও রক্ত এখন গরম। সবকিছুর ঊর্ধ্বে গিয়েও তিনি ছবির প্রমোশন ব্যস্ত। তিনি পোস্ট করছিলেন, আজকে সম্বাজি নগরে দিন বেশ ভাল কাটল। সকলের কী দারুন জোশ। এবং এখন বাড়ি এসে আমি যথেষ্ট ক্লান্ত, কিন্তু কালকে কলকাতা যেতে হবে। তাই অল্প একটু ঘুম, তারপর কলকাতা চলো। আর সিটি অফ জয়ে এসে, ভিকি প্রথম কী কাজ করলেন...
কলকাতায় যখন এসেছেন, তখন মিষ্টি মুখ না করলেই নয়। কলকাতা মানেই যেমন মিষ্টি ভাষা, তেমন মিষ্টি খাবার, তেমনই মিষ্টির প্রতি ভালবাসা। আর সে জায়গায় এসে মিষ্টি খাবেন না তিনি, সে নিশ্চই হয়না। ভিকি একটি ছবি আপলোড করেছেন, যেখানে লেখা টাচডাউন কলকাতা। আর সকাল সকাল তাঁর সামনে রাখা হয়েছে, দুই রকমের মিষ্টি। বাংলার ঐতিহ্য গুড়ের রসগোল্লা, এবং সঙ্গে শঙ্খ মিষ্টি। যদিও, সেগুলি তিনি উদরস্থ করেছেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/1c9fa61a-3ba.png)
উল্লেখ্য, এর আগে অভিনেতা শাম বাহাদুরের সময় কলকাতায় এসেছিলেন। ফোর্ট উইলিয়ামে এসে নানা মুহূর্ত শেয়ার করেছিলেন। এবার তিনি কী কী করেন সেটাই দেখার।