উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক ছবির অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নিয়ম লঙ্খন করেছেন, তাও আবার কারও সঙ্গে দেখা করতে গিয়ে। এই খবরে বেজায় চটেছেন ভিকি।
করোনা পজিটিভ মেলায় এমনিতেই মুম্বইয়ে তাঁর বহুতল সিল করেছে পুলিশ। তারওপরে ভুয়ো খবর। ভিকি কৌশলের নিন্দা বিরুদ্ধে ওঠা লকডাউনের নিয়মবিধি না মানার অভিযোগের নিন্দা করলেন অভিনেতা। শোনা যায়, এক বলিউড তারকার সঙ্গে দেখা করতেই নাকি বাড়ির বাইরে বেরিয়েছিলেন ভিকি। কিন্তু পুলিশ অভিনেতাকে ধরে এবং জরিমানাও ধার্য করে।
আরও পড়ুন: বাঙালিরা যে বিশেষ ৩টি কারণে দেখবেন নেটফ্লিক্স-ছবি ‘এক্সট্র্যাকশন’
মুম্বই পুলিশকে টুইট করে বিষয়টি পরিস্কার করেছেন ভিকি। এমনকী জনতার কাছে এ ধরনের খবরে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। টুইটে ভিকি লেখেন, ''গুজব রটেছে যে আমি লকডাউন ভেঙেছি বং পুলিশ আমারকে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি আমার বাড়ির বাাইরে পা রাখিনি।''
''মানুষকে অনুরোধ করছি গুজব ছড়াবেন না @মুম্বইপুলিশ।''
আরও পড়ুন, বাঙালিরা যে বিশেষ ৩টি কারণে দেখবেন নেটফ্লিক্স-ছবি ‘এক্সট্র্যাকশন’
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। তা সত্ত্বেও দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ দেশে করোনা মৃতের সংখ্য়া ছুঁয়েছে ৬৮৬।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন