Advertisment
Presenting Partner
Desktop GIF

রাত-ভোর সব ঘেঁটে ঘ, ক্যাটরিনার কাণ্ড-কারখানায় নাজেহাল ভিকি! প্রমাণ দিলেন নিজেই

ক্যাটরিনার সিক্রেট ফাঁস করার নামে এ কী বলে ফেললেন ভিকি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vicky kaushal, katrina kaif, Vicky katrina, Vicky kaushal news, Vicky kaushal update, Vicky kaushal life update, katrina kaif wedding,Vicky kaushal entertainment news, Vicky kaushal latest reels, indian express entertainment news, latest bollywood news, today news update, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ , আজকের খবর, আজকের বিনোদনের খবর, বিনোদন

ভিকি-ক্যাটরিনা

দুনিয়ার সবথেকে বড় তুবড়িকে বিয়ে করেছেন ভিকি কৌশল। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে একথাই বলেছিলেন বরুণ ধাওয়ান। তবে, বাস্তবের জীবনেও যে ক্যাটরিনা এতটাই উত্তেজিত একজন মানুষ, এই সত্যি সামনে এনেছেন ভিকি নিজেই।

Advertisment

সারারাত ঘুমানোর পরেও সকালে উঠতে মানুষের একটু হলেও অসুবিধা হয়। আড়মোড়া ভেঙে সকাল বেলা ঘুম থেকে ওঠা মানুষের কাছে যেন যুদ্ধ। কিন্তু ক্যাটরিনা? সে নাকি ঘুম থেকে উঠেই শুরু করে দেয় দৌড়াদৌড়ি। আর এতেই চরম বিরক্ত হন ভিকি কৌশল। অভিনেতা বলেন...

আরও পড়ুন < খোলামেলা পোশাকে উদাম নাচ, ‘বিয়ে হয়েছে তো নাকি?’ ভয়ঙ্কর ট্রোলের মুখে ‘নতুন বৌ’ সুদীপ্তা >

"আমি তো সকালে ঘুম থেকে ওঠার পরেও দু ঘণ্টা বিছানায় এদিক ওদিক করতে থাকি। আমার উঠেই কফি লাগে, তারপর আস্তে ধীরে হাত পা সোজা করব। আর ক্যাটরিনা? ও তো ঘুম থেকে ওঠার পরেই একলাফে সোজা হয়ে বসে পড়ে। তারপর শুরু হয় আলোচনা। ওর যত্ত আলোচনা সকাল হতেই শুরু হয়। বিশেষ আলাপ আলোচনা পরামর্শ সব সকালেই মনে পড়ে ওর।" যেন নাজেহাল অবস্থা ভিকির। বউয়ের অত্যাচারে এই অবস্থা লিডিং হিরোর?

শুধু তাই নয়, বর থেকে পরিবার সবকিছুই নিজের দায়িত্বে দেখে রাখেন ক্যাটরিনা। বাজেটও দেখেন ক্যাটরিনা। পাক্কা গৃহিণী হয়েছেন তিনি। ভিকির কথায়, "প্রতি মাসের ১৫ দিনে ও শুরু করে বাজেট পেশ। যারা আমাদের বাড়িতে দেখভাল করেন তাঁদের প্রশ্নের পর প্রশ্ন করে যে কেন এত খরচ হয়েছে।"

Vicky Kaushal Katrina Kaif and Vicky Kaushal bollywood Entertainment News
Advertisment