Advertisment
Presenting Partner
Desktop GIF

Vicky Kaushal: হাতে জোরালো আঘাত, -১১০°তে ঠকঠক করে কাঁপছেন ভিকি! কষ্ট দিচ্ছেন নিজেকে, কেন?

Vicky Kaushal shoulder pain: জেনে বুঝে নিজেকে কষ্ট দিচ্ছেন তিনি! কিন্তু কারণ কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vicky kaushal, bollywood

Vicky Kaushal- কেন এসব করছেন ভিকি? ছবি-ইনস্টা

Vicky Kaushal: কষ্ট সহ্য করা কেউ ভিকি কৌশলের থেকে শিখলেই তো পারেন। হাতে চোট! সেই নিয়েই বহুবার তাঁকে বাড়ির বাইরে দেখা গিয়েছে। আর এবার, তিনি ঠিক যে কাজটা করলেন তাতে চমকাতে হয়। কেন?

Advertisment

অভিনেতা বেশ কিছুবার ক্যমেরার পর্দায় ধরা দিয়েছেন হাতের বেল্ট পড়া অবস্থায়। কিন্তু, এর তার সুস্থ হওয়ার তাড়াহুড়ো। অভিনেতা এই অবস্থায় জিম করতে গেলেন। আর যন্ত্রণায় তাঁর চোখ মুখ খিঁচে এল। অভিনেতা এমন ব্যথা নিয়েও কাঁধে ভারি জিনিস ঝুলিয়ে ব্যায়াম করতে লাগলেন। আর তাঁর যন্ত্রণার ছাপ স্পষ্ট। অভিনেতার এই কাণ্ডে রেগে আগুন তাঁর ভক্তরা। কেন?

তাদের কথায়, এই অবস্থায় এমনটা না করলেই নয়? আবার কেউ বললেন, এমনটা যদি করতেই হয় তাহলে ভিডিও বানান কেন? আবার কারওর কথায়, কষ্টই তো পাচ্ছেন তাহলে এসব করে কী বোঝাতে চান? আবার কেউ বললেন, এত জোশ দেখাতে গিয়ে হাতটা হারিয়ে ফেলবেন। কিন্তু ভিকির কোনও ভ্রুক্ষেপ নেই। সেই ভিডিও শেয়ার করে তিনি লিখলেন, যখন আমরা দৌড়াতে পারি না। আমাদের হাঁটতে হবে, কিন্তু থামা চলবে না।

কেবল ভাঙ্গা হাতে তিনি জিম করছেন এমনটা নয়। বরং যেখানে ঠান্ডা এখনও সেভাবে যায় নি। সেখানে তিনি কত ডিগ্রি টেম্পারেচারে নিজেকে দাঁড় করিয়ে রাখলেন? ভিকি -১১০° টেম্পারেচারে দাঁড়িয়ে কাঁপছেন। নিজেকে বন্ধ দরজার আড়ালে দাঁড় করিয়ে হুহু করে কাঁপতে দেখা গেল তাঁকে। ভিকি সেই ভিডিও শেয়ার করে জানালেন, নিজেকে রিকোভার করার পদক্ষেপ।

উল্লেখ্য, কিছুদিন আগেই শাম বাহাদুরের ভূমিকায় পর্দায় এসেছিলেন তিনি। কিন্তু, পাশাপাশি অ্যানিম্যাল ছবির কারণে  এই ছবি সেভাবে সফলতা পায়নি। ডানকি ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে বেশিরভাগ। এর জন্য পুরস্কার পর্যন্ত পেয়েছেন তিনি।

Vicky Kaushal bollywood Entertainment News
Advertisment