/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/350408709_1438144510330733_3179673189951972665_n.jpg)
চেনেন এই ছেলেটিকে?
একেবারে অবিকল যেন তাঁর মতোই দেখতে। একসময় সুপারস্টারদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতেন মাত্র, আর এখন? তাঁদের সঙ্গে একই স্টেজ শেয়ার করছেন তিনি। সেই মুহূর্ত যেন ভুলতেই পারছেন না।
বাবা ছিলেন ইন্ডাস্ট্রির এক নামকরা ব্যক্তিত্ব। বড় স্টারদের সঙ্গে কাজ করেছেন তিনি। শাম কৌশলের নাম এই ইন্ডাস্ট্রিতে কে না জানে? তারই ছেলে বলে কথা, ভিকি কৌশলের ইন্ডাস্ট্রিতে এখন পরিচয় তিনি বলিউড হিরো। তবে, অন্তত ১৪ বছর আগেই আরেক হিরোর পাশে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলেন ভিকি। সেই মুহূর্তই আবার নতুন করে বেঁচেছেন তিনি।
আরও পড়ুন < Mithai: শেষদিনে একে অপরকে জড়িয়ে ধরলেন আদৃত-সৌমিতৃষা, ভুললেন রেষারেষিও! >
Iifa পুরস্কারের মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ভিকি কৌশল এবং হৃতিক রোশন। সেই বিখ্যাত গানে নেচে স্টেজ কাঁপালেন দুজনে। মিউজিক বাজতেই তৈরি হৃতিক, আর সঙ্গ দিলেন ভিকি কৌশল। তারপর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন তিনি। লিখলেন, পাশের ছবিটাই বলে দেবে কেন এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল। সেই ভিডিওর সঙ্গেই তিনি আপলোড করেছেন আরেকটি ছবি। হৃতিকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ভিকি এবং সানি।
বলিউডের গ্রীক গড হৃতিক, আর ভিকি তাঁর একনিষ্ঠ অনুরাগী। তাই তো, তাঁকে সামনে দেখে আর একমুহুর্ত সময় নষ্ট না করে মুহূর্ত উপভোগ করলেন। হৃতিক, বিক্রম বেধার কারণে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। কিন্তু স্টেজে তাঁর সঙ্গে তাক লাগিয়েছেন ভিকিও।