Chhava Box Office: ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দান্না অভিনীত 'ছাভা'। শুরু থেকেই, ছবিটি বক্স অফিসে রাজত্ব করেছে এবং ১৩ দিনের মধ্যে, এটি এখন পর্যন্ত ২০২৫ সালের অন্যতম বড় হিট হয়ে উঠেছে। ভিকি কৌশলের সর্বোচ্চ উপার্জনকারী এবং এই বছরের প্রথম সুপারহিট হিসাবে আত্মপ্রকাশ করার পরে, ছাভা এখন বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটির অঙ্ক অতিক্রম করেছে।
মুক্তির দ্বিতীয় বুধবার, ছবিটি ২১.৭৫ কোটি টাকা আয় করেছে, যার ফলে ভারতে এর নেট সংগ্রহ ৩৮৫ কোটিতে পৌঁছেছে। ছবিটির মোট ভারতীয় সংগ্রহ ৪৩৪.৭৫ কোটি। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১২ দিন পর ছাভার বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ৫০৯.৭৫ কোটি রুপি। বিদেশে ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানা সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি।
'পুষ্পা ২: দ্য রুল অ্যান্ড অ্যানিম্যাল'-এর পর রশ্মিকার তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি ছাভা। মঙ্গলবার, ছাভার সংগ্রহ হ্রাস পেয়েছিল, তবে বুধবার মহাশিবরাত্রি হওয়ায় ছবিটির সংগ্রহের পাশাপাশি দখল আরও একবার বেড়েছে।
বুধবার ছাভার সার্বিক দখল ছিল ৩৪.৪৩ শতাংশ। ১৩ দিন পরেও 'ছাভা'র মোট ৬,৪৩৭টি শো চলছে গোটা ভারতে। ৭১৭ টি শো সহ পুনেতে সর্বাধিক ৫৮.৭৫ শতাংশ দখল ছিল। মুম্বইয়ে ১৪১০টি শো নিয়ে ছাভার দখল ছিল ৫০.৫০ শতাংশ, দ্বিতীয় বুধবার দখলের দিক থেকে চেন্নাইকে দখল করে হায়দরাবাদ। হায়দরাবাদে ৩৫১টি শো নিয়ে দখল ছিল ৩৩ শতাংশ, চেন্নাইয়ে ৪৩টি শো নিয়ে ২৬.৩৩ শতাংশ। দিল্লি-এনসিআর-এ ১২৬৪টি শো সহ ছবিটির দখল ছিল ২৫.৭৫ শতাংশ।
ভিকি কৌশল এখন হিটলিস্টের একদম টপে আছেন। অভিনেতা হিসেবে তিনি কামাল করেছেন তো বটেই। তবে এখন তাঁকে বক্স অফিস কিং এর তালিকাতেও ফেলা যায়। এবছরের প্রথম হিট দিয়ে যে আনন্দে আত্মহারা অভিনেতা সেকথাও পরিস্কার।