scorecardresearch

সপ্তাহের শুরুতেই ঘরছাড়া ভিকি-সারা! ১৭০ জনের বাড়িতে রুটি বানাচ্ছেন দুজনে?

কাদের বাড়িতে গিয়ে একাজ করলেন তাঁরা?

vicky kaushal, Sara ali khan, vicky kaushal bollywood, vicky kaushal news, vicky kaushal update, vicky kaushal news update, ভিকি কৌশল, Sara ali khan news, Sara ali khan latest, Sara ali khan update, Sara ali khan bollywood, entertainment news, indian express entertainment news, express news
ভিকি-সারার নতুন অধ্যায়

সপ্তাহের শুরুতে বাড়ি ছাড়া বলিউডের দুই তারকা। শুধু তাই নয়, পাড়ি দিয়েছেন ভিন্ন রাজ্যে। কে সেই দুজন? প্রসঙ্গে ভিকি কৌশল এবং সারা আলি খান। দুজনের গন্তব্য এখন রাজস্থান, কিন্তু কেন?

নিজেদের ছবির প্রোমোশন করতে ব্যাস্ত তাঁরা। দেশের এদিক ওদিক তাঁদের দেখা যাচ্ছে। কিন্তু, এবার সপ্তাহের শুরুতেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র জায়গা নিয়েছেন ভিকি সারা। শুধু তাই না, অন্যের বাড়িতে গিয়ে নাকি রুটি বানাচ্ছেন দুজনে? ১৭০ জনের সংসারে অতিথি হয়ে গিয়েছেন সারা-ভিকি। তারপর?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। লিখলেন, গসিপের সময়। শাহ-পরিবার, একান্নবর্তী পরিবার। ১৭০ জনের সংসার। যত বড় পরিবার, ততই বড় মন। সবাইকে মন থেকে রামরাম। বাড়ির মহিলাদের সঙ্গে বসে যেমন গল্প করছেন তাঁরা তেমনই খাবারও খাচ্ছেন। গলায় হলুদ গাঁদা ফুলের মালা, ভিকির মাথায় রঙ্গিন পাগড়ি… কপালে তিলক। কখনও লঙ্কা দিয়ে সুখা রুটি খাচ্ছেন। আবার কখনও তাঁদের গান গেয়ে শোনাচ্ছেন। বেশ মজা করেছেন দুজনেই। পরিবারের সকলের সঙ্গে মিলে ছবি তুলেছেন ভিকি-সারা।

উল্লেখ্য, বাড়ির কচিকাঁচারা ঘিরে ধরেছে তাদের। একদিকে রাজস্থানী খাবার দারুণ উপভোগ করেছেন ভিকি। আবার, অন্যদিকে সঙ্গ দিয়েছেন পরিবারের সকলকে। ভিকিকে দেখে মুগ্ধ সকলে। বাড়ির ছেলের মত আপ্যায়ন করেছেন তাঁরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Vicky sara at rajasthan ate food and spend time 170 people