দীর্ঘদিনের কাজের স্বীকৃতি। 'পদ্মভূষণ' পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সাধারণত প্রজাতন্ত্র দিবসের আগের দিনই ঘোষণা করা হয় পদ্ম-পুরস্কার প্রাপকদের নাম। এবার সেই তালিকায় দুই বাঙালির নাম- বুদ্ধদেব ভট্টাচার্য এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়। যদিও পদ্ম-পুরস্কারের তালিকায় আরেক বাঙালির নাম সংযোজন হত, তবে অসম্মানের অভিযোগে সেই সম্মান পত্রপাঠ ফিরিয়ে দিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
কলকাতা থেকে দীর্ঘ কয়েক বছর আগেই বিদায় নিয়েছেন অভিনেতা ভিক্টর। কোলাহল তাঁর না-পসন্দ। তাই উত্তরাখণ্ডের পাহাড়ের কোলেই এখন তাঁর বাস। কাজের সূত্রে দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন। পরিচালক তথাগত ভট্টাচার্যর 'আকরিক' ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ কয়েক বছর বাদে আবারও বাংলা সিনেমায় ভিক্টর-ম্যাজিক। তবে এই নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। শহুরে কোলাহল, রাজনীতি থেকে দূরে থাকতেই পছন্দ করেন ভিক্টর।
<আরও পড়ুন: টালিগঞ্জে আমি একেবারেই আন্ডাররেটেড নই: ঋত্বিক চক্রবর্তী>
সত্যজিৎ রায়ের হাত ধরে বড়পর্দায় যাত্রা শুরু করলেও ফিল্মি কেরিয়ারে রোমান পোল্যান্সকি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নেমির মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি আবার, মৃণাল সেন, শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন। সত্যজিতের ঘরে বাইরে সিনেমার জন্য সেরা সাপোর্টিং অভিনেতা বিভাগেল জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একসময়ে ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন।
বেশ কয়েক বছর ধরেই স্বেচ্ছায় লাইমলাইট থেকে দূরে চলে গিয়েছিলেন। তবে দীর্ঘ ফিল্মি কেরিয়ারে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় সরকার এবার ভিক্টরকে পদ্মভূষণে সম্মানিত করল। এছাড়াও, বিনোদুনিয়া থেকে পদ্ম পুরস্কার পাচ্ছেন সোনু নিগম (Sonu Nigam), পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন