Vidya Madhuri Dance: একপায়ে দাঁড়িয়ে বিদ্যা বালান, মাধুরীর সঙ্গে ড্যান্স ফেসঅফে কী কাণ্ড করলেন পর্দার মঞ্জুলিকা...?

Vidya Balan - Madhuri Dixit: ছবির একটা বিশেষ অনুষ্ঠানে বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের ডান্স ফেস অফ মন জয় করে নিয়েছে সকলের। যদিও মাধুরীর সঙ্গে নাচ করা নেহাতি সহজ ঘটনা নয়। একটা সময় তো বিদ্যা বালান পা মচকে পড়েও যান।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
vidya madhuri

Vidya-Madhuri Dance Faceoff: মাধুরীর সঙ্গে নাচের পরে কী বলছেন বিদ্যা?

সামনে যখন মাধুরী দীক্ষিত, তখন নাচের অনুপ্রেরণা পাবেন না কেউ এটাও হয় না। আর আমি যে তোমার গানে বিদ্যা বালানের নাচ সেটা প্রশংসনীয়। প্রথম দিন থেকে শ্রেয়া ঘোষালের এই গানে, বিদ্যা যেভাবে মন্জুলিকা হিসেবে নেচে এসেছেন, আজও ভোলেনি কেউ।

Advertisment

ভুলভুলাইয়া ছবির দ্বিতীয় সিকুয়ালে বিদ্যা বালান কে দেখা যায়নি। কিন্তু এইবার তিনি আবারও জুড়েছেন এর তৃতীয় ভাগে। এবং পাশাপাশি অভিনেত্রী মাধুরী দীক্ষিত রয়েছে নেই ছবিতে। দুই বলিউড ডিভাকে একসঙ্গে নাচতেও দেখা গেছে। সেই নিয়ে আলোচনা কম নয়। অনেকেই এই দৃশ্য বড়পর্দায় দেখতে বেশ আগ্রহী।

Advertisment

আর এই ছবির একটা বিশেষ অনুষ্ঠানে বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিতের ডান্স ফেস অফ মন জয় করে নিয়েছে সকলের। যদিও মাধুরীর সঙ্গে নাচ করা নেহাতি সহজ ঘটনা নয়। একটা সময় তো বিদ্যা বালান পা মচকে পড়েও যান। তারপরেই বিদ্যা জানিয়েছিলেন, আমি উল্টে পড়ে গেছি এটা ঠিক আছে। কিন্তু যার সঙ্গে আমি নাচলাম সেই মানুষটা দেখি অনবদ্য, এবং তার থেকেও বড় কথা মাধুরী যেভাবে আমাকে সামলালেন, এটি তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে সম্ভব নয়।

তবে বিদ্যার যে খুব বেশি পরিমাণে পায়ে লেগেছে, সে কথাও অস্বীকার করা যায় না। একটা সময় যখন মাধুরী দীক্ষিত এবং কার্তিক আরিয়ানের সঙ্গে তাকে পোজ দিতে বলা হলো, তখনই তাকে দেখা গেল, তিনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। প্রথমে তার এই কাণ্ড দেখে কার্তিক আরিয়ান অবাক হয়ে গেলেন।

কিন্তু তারপরে বুঝতে পারলেন, হয়তোবা সত্যিই বিদ্যা বালানের পায় খুব লেগেছে। সে কারণে হাত বাড়িয়ে দিয়ে তাকে সাহায্য করলেন। আর বিদ্যাও মাধুরী এবং কার্তিকের হাত ধরে হাসিমুখে পোজ দিলেন। তখন যেন সব যন্ত্রণা তিনি ভুলে গিয়েছেন।

প্রসঙ্গত, প্রথম থেকেই ভুলভুলাইয়া নিয়ে মানুষের আগ্রহ চেয়েও দেখার মত। অক্ষয় কুমার অভিনীত এই ছবি, মনিরত্নমের পরিচালনায় মানুষের মন কেড়ে নেয়। তারপর, ভুলভুলাইয়া টুতে দেখা গিয়েছিল টাব্বু এবং কিয়ারা আদবানিকে। তবে এবার ফের একবার বিদ্যা বালান রয়েছেন। তার সঙ্গে মাধুরী যেন উপরি সংযোজন।

Madhuri Dixit vidya balan Kartik Aaryan