'উফ! ওর নাক ঠোঁট যা সুন্দর..', প্রেমিকা রশ্মিকাকে ফেলে অন্য অভিনেত্রীর রূপের আগুনে ঝলসে গেলেন বিজয়!

Vijay devarakonda statement: কার জন্য মন প্রাণ এক করছেন বিজয়?

Vijay devarakonda statement: কার জন্য মন প্রাণ এক করছেন বিজয়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vijay devarakonda, vijay devarakonda news, vijay devarakonda relationship, vijay devarakonda update, vijay devarakonda bollywood, rashmika mandana news, vijay and rashmika, vijay rashmika relation, mrunal thakur, mrunal thakur films

vijay-rashmika: কাকে নিয়ে নানা কথা বললেন বিজয়?

বিজয় দেভারাকোন্ডা এবং রশ্মিকা মন্ডানা - দুজনের প্রেমের চর্চা চতুর্দিকে। অ্যানিম্যাল ছবিতে কাজ করাকালীন, দুজনের ভালবাসা সচক্ষে দেখেছেন রণবীর নিজেও। কিন্তু, এবার রশ্মিকার বদলে কাকে নিয়ে প্রশংসা করলেন বিজয়?

Advertisment

তিনি দক্ষিণী সিনেমার পাশাপাশি সারা দেশে নিজের ডিয়ার কমরেডের মাধ্যমে জায়গা করে নিয়েছেন। আর, তাঁর সঙ্গে রশ্মিকার সঙ্গে প্রেমের চর্চা থুরি, রণবীরের শব্দে একসঙ্গে থাকছেন তারা। লিভ ইন সম্পর্কে রয়েছেন তারা। কিন্তু, এখন প্রেমিকা নন, অন্য বলিউড সুন্দরীর রূপের আগুনে মজেছেন তিনি।

অভিনেতা জানিয়েছেন তাঁর সহ অভিনেত্রীর রূপে মুগ্ধ তিনি। বিজয়ের আসন্ন ছবি ফ্যামিলি স্টার, সেখানেই কাস্ট করা হয়েছে ম্রুনাল ঠাকুরকে। সিরিয়াল থেকে সিনেমায় সফল ভাবে নিজের কেরিয়ার সাজিয়ে নিয়েছেন তিনি। এবার, বিজয়ের বিপরীতে প্রথমবারের মত দেখা যাবে তাঁকে। ম্রুনালকে নিয়ে কী বলছেন বিজয়?

Advertisment

অভিনেতার কথায়, "ম্রুনাল খুব বুদ্ধিমতি মেয়ে। সেই জন্য কাজ করতে সুবিধা হয়। অনেক ছোট বয়স থেকে কাজ করছে। আমি তখন, অভিনেতা হওয়ার চিন্তা করি নি। কিন্তু, যেটা না বললেই নয়। ও এমন একজন অভিনেত্রী, যা দারুণ দেখতে। প্রচুর ইমোশন ফুটে ওঠে ওর চেহারায়। ওর নাক চোখ ঠোঁট অতুলনীয়।"

উল্লেখ্য, ম্রুনাল এর আগে সীতা রমন, এমনকি হাই নান্না ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে অনেকের। অভিনেত্রী এখন বেশিরভাগের ক্রাশ। প্রসঙ্গত, তিনি এখন নতুন ছবির কাজে খুব ব্যস্ত।

Rashmika Mandanna Vijay Deverakonda Mrunal Thakur bollywood Entertainment News