Vijay Varma Mother Worried: তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয়ের সম্পর্ক ভেঙেছে, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে অন্তত এমনটাই শোনা যাচ্ছে। বিচ্ছেদ গুঞ্জন উসকে তামান্না এক সাক্ষাৎকারে একতরফা ভালবাসা নিয়েও কথা বলেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ব্রেক-আপে এখনও কেউই সিলমোহর দেননি। তামান্নাও নাকি বিজয়ের সঙ্গে সংসার পাততে চেয়েছিলেন। কিন্তু, অভিনেতা এখুনি বৈবাহিকবন্ধনে আবদ্ধ হতে নারাজ। সেই জন্যই সম্পর্ক ভেঙে যায়। বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ চর্চার মাঝেই প্রকাশ্যে আরও এক সত্যি। বিজয়ের মা-ও নাকি তাঁর বিয়ে নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর ছেলেকে কেউ বিয়ে করবে না বলে রীতিমতো ভয় পেতেন। আর সেই কথা নিজেই জানিয়েছেন বিজয়। কিন্তু, কেন?
প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পেয়েছিল ডার্লিস। আলিয়ার স্বামীর চরিত্রে বিজয়ের দুর্ধর্ষ অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। এই সিনেমা থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন বিজয়। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট মোতাবেক, সংবাদসংস্থা ANI-কে বিজয় বলেছিলেন, 'ডার্লিংসে অভিনয়ের পর আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ বলেছে হামজা চরিত্রটাকে ঘৃণা করি। কেউ আবার আমার অভিনয়ের প্রশংসা করেছিল। তবে আমার মা যে কথাটা বলেছিল সেটা সবচেয়ে মজার। সিনেমাটা দেখার পর মায়ের মনে হয়েছিল আমাকে কেউ বিয়ে করবে না। এটা শুনে আমি প্রচণ্ড হেসেছিলাম। মা-কে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, এইরকম কিছু হবে না। তুমি চিন্তা করো না।'
ইতিবাচক বা নেতিবাচক, যে কোনও চরিত্র বিজয়ের অভিনয় দর্শকের প্রশংসা কুঁড়ায়। পিঙ্ক, গাল্লি বয়, দাহাদ-এর মতো ছবিতে বিজয়ের অভিনয়ের জয়জয়কার। আলিয়া ও গৌরী খানের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়ে ছিল ডার্লিংস। প্রযোজনার পাশাপাশি ওই ছবিতে অভিনয়ও করেছিলেন আলিয়া। প্রযোজক হিসেবে সফল রণবীর ঘরণী। নেটফ্লিক্সে মুক্তির পর ছবিটি দর্শকের দরবারে দারুণ প্রশংসিত হয়েছিল। বিজয়কে শেষ দেখা গিয়েছে মার্ডার মুবারক ও IC 814- দ্যা কন্দাহার হইজ্যাক সিরিজে।
আরও পড়ুন: বছরের শুরুতই সম্পর্কে অবনতি! বিজয়ের সঙ্গে কেন 'ব্রেক আপ'? কী ইঙ্গিত দিলেন তামান্না?