/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ankita-2.jpg)
Bigg Boss 17 Updates: অঙ্কিতা-ভিকির সম্পর্ক নিয়ে দ্বন্দ
বিগ বসের ঘরে ঢুকে যে সম্পর্ক এত খারাপ হয় সেকথা বোধহয় ভিকি ( Viki Jain ) এবং অঙ্কিতার ( Ankita Lokhande ) দ্বন্দ্ব না দেখলে বোঝাই যেত না। দিনের পর দিন, নানা সমস্যা ক্রমশ বাড়ছে। আর সঙ্গে অকথ্য মুখের ভাষা!
রীতিমতো রেগে আগুন ভক্তরা। তাদের কথায়, এভাবে দুজন মানুষ কিভাবে কথা বার্তা বলতে পারে? তারপর যারা আবার সম্পর্কে আছে। এর আগে সলমন থেকে করণ জোহর অনেকেই তাঁকে বুঝিয়েছেন। কিন্তু, না! তাদের দুজনের মধ্যে সমস্যার শেষ নেই। আজ যে প্রমো শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ফের এক বিতর্কিত বার্তালাপ। কেন?
অঙ্কিতার সামনে গিয়েই ভিকি প্রকাশ্যে জিজ্ঞেস করেন, "তোর এই সম্পর্ক নিয়ে, আমায় নিয়ে কী সমস্যা হচ্ছে?" তারপরই অঙ্কিতা শুরু করলেন বলা। সোজা বললেন, "এই সম্পর্কে তোর মন নেই। তুই আমাদের সম্পর্ক নিয়ে ভাবছিস না।" এরপরই ভিকি বলেন, "আমারও তাহলে এমন প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল যখন তুই মুনাওয়ারকে জড়িয়ে ধরতি, ওর হাতের ওপর হাত রাখতিস, সেটাও তো আমি করি নি।"
আরও পড়ুন - Bigg Boss: ‘তুমি ধোয়া তুলসী পাতা নও’, বিগ-বস প্রতিযোগীকে তুমুল অপমান! করণ জোহর-ই দিলেন শিক্ষা
সম্পর্কে বাড়ছে ইন সিকিওরিটি? দুজনের মধ্যে বিন্দুমাত্র বিশ্বাস নেই? অঙ্কিতা তাঁর স্বামীর উদ্দেশ্যে বলেন, "আমি কিন্তু সিকিওর, তোদের দোষ দি না।" এরপরই ভিকিকে সামলানো দায়। সোজা সামনে থেকে উঠে এদিক ওদিক পায়চারি করতে শুরু করলেন। বলতে শুরু করলেন, "আমি ক্লান্ত! তোর এসব দেখে দেখে। আমি যাই করি না কেন তোর অসুবিধাই হবে।"
আরও পড়ুন - Ankita Lokhande-Viki Jain: বর হিসেবে বর্বর ভিকি! মায়ের কথায় নাচেন? অঙ্কিতার পাশে অনড় করণ জোহর
উল্লেখ্য, কিছুদিন ধরেই তাঁদের দুজনের সম্পর্কে নানা ঝামেলা। অঙ্কিতা এবং ভিকির সম্পর্কে ঢুকে পড়েছেন তাদের বাড়ির লোকেরা। বিশেষ করে ভিকির মা। অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় যে ধরনের প্রশ্ন শুনতে হয়েছে সেটাই ভয়ঙ্কর। এমনকি করণ জোহর নিজেও থেমে গিয়েছিলেন তার প্রশ্ন শুনে। যদিও, অঙ্কিতার দাবি তিনি সব সামলে নেবেন, আদৌ সম্ভব কিনা সেটাই প্রশ্ন।