/indian-express-bangla/media/media_files/2025/09/08/vik-2025-09-08-11-00-24.jpg)
যা যা বললেন বিক্রম...
চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের মা, বর্ষা প্রবীণ ভাট শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাইয়ের ভারসোভায় সেদিন বিকেলেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ বিক্রম ভাট ইনস্টাগ্রামে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন। ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন- “আমার মা বর্ষা ভাট ৬ সেপ্টেম্বর ২০২৫ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। গত কয়েক মাস ধরে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন। এখন মনে হয়, হয়তো তিনি আরও ভালো জায়গায় শান্তিতে আছেন। শোকেরও একটা চক্র থাকে। প্রথমে সেটা বুকের ভেতর একটানা কান্নার মতো চেপে ধরে। তারপর ধীরে ধীরে তার ফাঁকে ফাঁকে নিঃশ্বাস নেওয়ার মতো কিছু মুহূর্ত আসে। কিন্তু আবারও সেই শোক আগের চেয়ে গভীরভাবে ফিরে আসে। জানি, সময় সব ক্ষত মুছে দেয়, কিন্তু আমার কাছে এখনও সেই সময় আসেনি। আদৌ আসবে কি না, জানি না।”
তিনি আরও লেখেন- “যাঁরা আমার এই কষ্টে পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। মায়ের আত্মার শান্তির জন্য সবাইকে প্রার্থনা করতে বলছি। কারণ এটাই তাঁর আসল প্রার্থনা সভা।” বিক্রমের এই পোস্টে অসংখ্য সহকর্মী ও অনুরাগী সমবেদনা জানিয়েছেন। অভিনেত্রী অবিকা গোর লিখেছেন- “গভীর সমবেদনা, ওম শান্তি।”
উল্লেখ্য, বর্ষা ভাটের স্বামী প্রবীণ ভাট ছিলেন বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক। তিনি সড়ক, আশিকি, অগ্নিপথ, দিল হ্যায় কি মানতা নাহি–সহ বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। অন্যদিকে, বিক্রম ভাট নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভৌতিক ও থ্রিলার ধারার চলচ্চিত্র নির্মাতা হিসেবে। তাঁর আগামী ছবি হন্টেড: ঘোস্ট অফ দ্য পাস্ট মুক্তি পেতে চলেছে এই বছরের ২১ নভেম্বর।