/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/dar1.jpg)
দর্শনাকে ধাক্কা মারলেন বিক্রম
শুটিং ফ্লোরে কত কিছুই না হয়। কিন্তু, তাই বলে একজন বন্ধুকে কেউ এভাবে ধাক্কা মেরে ফেলে দেবে! এমনও সম্ভব? অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দর্শনার সঙ্গে যা করলেন, তাতে চমকে উঠলেন সকলে।
একসঙ্গে কাজ করছেন তারা। সূর্য ছবিতে দেখা যাবে দুজনকে। আর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, বিক্রম কাজ নিয়ে খুব সিরিয়াস। শুধু তাই নয়, ও একটা সন্তানের মত কাজটা করে। কিন্তু দর্শনার সঙ্গে বিক্রম এমন কিছু করবেন, সেটাও যেন ভাবা যায় না।
দর্শনা বণিক এবং বিক্রম একটি নদীর পাড়ে শুট করছিলেন। সেখানে দেখা গেল হঠাৎ করেই, দর্শনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আর অভিনেত্রী জলে পরেই হিমশিম খাচ্ছেন। কোনরকমে নিজেকে তুললেন তিনি। হাত পা ছুঁড়ে একটা ভরসা খোঁজার চেষ্টা করলেন। কিন্তু দর্শনাকে ফেলে দেওয়ার আগে বিক্রমকে বেশ কিছু কথা বলতে শোনা গেল।
আসলে সবটাই ঘটেছে শুটিংয়ের প্রয়োজনে। কিন্তু দর্শনাকে ধাক্কা মেরে বিক্রমের হাসি ধরছে না। আর ধাক্কা মারার আগে বিক্রম অভিনেত্রীর কানে কানে বললেন, শান্ত থাক! নিজেকে ঠিক রাখ... এরপরই দিলেন একটা ধাক্কা। জলে পরে যেন খেই হারিয়ে ফেললেন তিনি। আর এই ভিডিও দেখে একদল সিনেমার কথা না ভেবেই বিক্রমের ওপর রেগে আগুন। সোজা বললেন...
এসব একদম ঠিক না! আবার কেউ বললেন, এভাবে একটা মানুষকে কেউ ধাক্কা দেয়, যদি বিপদ হত। আবার কেউ বললেন, দাঁড়া মন্টু আসছে! বোঝাবে এবার। কিন্তু আসলে এটা শুটিংয়ের জন্য নাকি মজা করে সেটা এখনও খোলসা করেননি অভিনেত্রী। জানিয়েছেন, সবটাই সিনেমা দেখলে বোঝা যাবে। আবার কেউ কেউ এমনও বললেন...
"আমার যা মনে হচ্ছে এটা শুটিং, নাহলে এভাবে কেউ ফেলে।" আবার কেউ বলে বসলেন, "বলে কয়ে ধাক্কা মারার পর দর্শনার মুখটা দেখার মত।"