Makeup Artist Death: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী, দেব-প্রসেনজিতের কাছের মানুষের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Vikram Gaikwad Death: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী Vikram Gaikwad। ১০ মে, শনিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি, মারাঠি ও দক্ষিণী ছবির মেক-আপ আর্টিস্ট হিসেবে একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। টলিপাড়ার শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন। দেব-প্রসেনজিতের প্রস্থেটিক মেক-আপের 'গুরু' ছিলেন Vikram Gaikwad।

Vikram Gaikwad Death: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী Vikram Gaikwad। ১০ মে, শনিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি, মারাঠি ও দক্ষিণী ছবির মেক-আপ আর্টিস্ট হিসেবে একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। টলিপাড়ার শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন। দেব-প্রসেনজিতের প্রস্থেটিক মেক-আপের 'গুরু' ছিলেন Vikram Gaikwad।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী,

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী

National Award Winning Makeup Artist Death: বিনোদন জগতে ফের শোকের ছায়া। একের পর এক শুধুই মৃত্যুসংবাদ। সদ্য প্রয়াত হয়েছে ফিফটি সেডস ডার্কার-এর নির্মাতা। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ। প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী Vikram Gaikwad। ১০ মে, শনিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি, মারাঠি ও দক্ষিণী ছবির মেক-আপ আর্টিস্ট হিসেবে একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। টলিপাড়ার শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন। দেব-প্রসেনজিতের প্রস্থেটিক মেক-আপের 'গুরু' ছিলেন Vikram Gaikwad। জাতিস্মরে প্রসেনজিতের লুক আর ধূমকেতুতে দেবের ভোলবদলের নেপথ্যে ছিলেন তিনিই। বিক্রমের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন টলিউডের প্রযোজক রানা সরকার। টলিউড প্রযোজক রানা সরকার অতীতের পাতা থেকে বিক্রমের স্মরণে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি। 

Advertisment

ভারতীয় সিনেমায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা মাথায় রেখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন। জাদুকর তকমা দিয়ে লিখেছেন, 'যিনি সিনেমার পর্দায় চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতেন সেই জাদুকরের মৃত্যু ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিরাট ক্ষতি। আমি ও শিব সেনার তরফে ওঁর আত্মার শান্তি কামনা করি।' মহারাষ্ট্র টাইমসের রিপোর্ট মোতাবেক, মুম্বইয়ের দাদারে বিকেল সাড়ে চারটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। 

Advertisment

bollywood Dev Bengali Cinema Bengali Film Prasenjit Chatterjee Makeup Bollywood Vs South Film Industry Vikram Gaikwad