যদিও বা এর আগে তিনি অভিনয় করেছেন নানা সিরিজে। কিন্তু, 12th fail ছবির পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। IPS মনোজ শর্মার চরিত্রে অভিনয় করেই তিনি যেন সকলের মণিকোঠায় জায়গা পেয়েছেন।
Advertisment
ছবির সাফল্যের পর থেকেই তাঁকে নিয়ে চর্চা। অভিনেতা নিজের দুনিয়াতেই এখন মত্ত। সম্প্রতি, ছেলের বাবা হয়েছেন তিনি। তাঁরমধ্যেই নতুন আলোচনা প্রকাশ্যে। এক সাক্ষাৎকারে প্রকাশ্যে বললেন পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। কীভাবে? চলন্ত গাড়িতে নিজের পরিবার প্রসঙ্গে বলতে গিয়েই জানালেন নানা কথা।
ঠাকুমা ঠাকুরদার প্রসঙ্গ বলতে গিয়েই, তিনি বলেন তারা দাদু এবং দিদিমা হশিয়ারপুর, লাহোর এলাকার বাসিন্দা ছিলেন। পার্টিশন হওয়ার পর তারা এদিকে চলে আসেন। প্রথমে অমৃতসর তারপর অন্যত্র। এটুকু শুনেই সঞ্চালক প্রশ্ন করেন, আপনি তাহলে পাকিস্তানি? এরপর আমতা আমতা করে উত্তর দিলেন এটা তো বলা ঠিক না। তারপর, দেখা গেল আমায় বলে দিল চলে যাও। পাকিস্তান চলে যাও বলে দিল। আর আমায় নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে হল।
যদিও, অনেকেই দাবি করেছেন হসিয়ারপুর মোটেই পাকিস্তান নয় বরং ভারতের একটি অংশ। আবার এমনও পাকিস্তানের অনেকে দাবি করেছেন যে, এরকম আমাদের পুরনো মানুষরাও ভারতের মাটিতে দাফন হয়েছেন। এটা তো অনেকের বাড়ির গল্প।
প্রসঙ্গত, এই ছবির জন্যই যেমন মানুষের ভালবাসা পেয়েছেন তিনি। তেমনই, পুরস্কার পর্যন্ত পেয়েছেন। যদিও, 12th fail সিনেমার দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বছরের শ্রেষ্ঠ ছবি হিসেবে এটিকে চিহ্নিত করেছেন সিনেপ্রেমীরা।