অপেক্ষা আর কিছুদিনের। দর্শকদের আগ্রহ জিইয়ে রেখেই আসতে চলেছে ‘মীর্জাপুর ৩’। গতবারের সিজনের শেষে মুন্না ত্রিপাঠীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবার বাদ পড়েছেন দিব্যেন্দু। তবে স্টারকাস্ট এবারও জমজমাট। এরই মাঝে আলি ফজলের ( Ali Fazal ) সঙ্গে আড্ডায় মেতে উঠলেন ভিক্রান্ত মাসে ( Vikrant Massey )। অনুরাগীরা বলছেন দুই ভাইকে দেখেও ভাল লাগছে।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই ভিক্রান্ত লিখলেন, কাল এনার সঙ্গেও দেখা হয়েছিল। আপনাকে অনেক মিস করেছি গুড্ডু ভাইয়া, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। ট্যাগ করেছেন আলি ফজলকেও। প্রথম সিজনেই বাবলুর চরিত্রে অভিনয় করেন ভিক্রান্ত এবং সেই সিজনের শেষেই মৃত্যু হয় তার। যথারীতি গত সিজনে বাবলুর চরিত্রকে সকলেই মিস করছেন।
অনুরাগীরা লিখেলন, দুই ভাই সেরা। আবার কেউ বললেন, বাবলু ভাইয়া আপনাকে মিস করছি। আবার তাদের দুটিকে একসঙ্গে দেখে আনন্দ ধরছে না কারওরই। এই শোয়ের ভক্ত নন, এমন মানুষ খুব কম আছেন। ও টিটি প্ল্যাটফর্মের ওয়েবসিরিজ গুলির মধ্যে এর চাহিদা ছিল দেখার মত। আবারও তিন নম্বর সিজনের জন্য তৈরি অনুরাগীরা। কী নয়া চমক আসতে চলেছে সেটিই দেখার।
২০২২ এই মুক্তি পাবে ‘মীর্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগগল ছাড়াও অনেকেই থাকছেন এবারের সিজনে।