Vikrant Massey On Religion: কে বলেছে জন্ম নিলে সেই মানুষকে নির্দিষ্ট কোন ধর্ম পালন করতেই হবে? কেই বলেছে একজন মানুষ শুধু একই ধর্মের প্রতি নিজের মন রাখতে পারে? বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে, তিনি এবং তার পরিবার যেভাবে ধর্মনিরপেক্ষ বিষয়টিকে তুলে ধরছেন, তাতে বেশ নজির সৃষ্টি করছেন তিনি। তিনি বহুবার নিয়ে মুখ খুলেছেন। এবং জানিয়েছেন তার পরিবার বহু ধর্মকে একসঙ্গে পালন করেন। কারণ তিনি মনে করেন ধর্ম বেছে নেওয়ার পক্ষে মানুষের স্বাধীনতা থাকা উচিত। অভিনেতাকে, তার সন্তানের ধর্ম নিয়েও কিছু বলতে শোনা গেল।
অভিনেতা নাকি তার পুত্রবর্ধনের বার্থ সার্টিফিকেট এ ধর্মের জায়গা খালি রেখেছিলেন। এবং তাকে বলতে শোনা গেল, আমি মনে করি ধর্ম একটি ব্যক্তিগত পছন্দ। আমার জন্য ধর্ম জীবনের একটি উপায়। প্রত্যেকটা মানুষের নিজের ধর্ম বেছে নেওয়ার অধিকার রয়েছে। আমার পরিবারে আপনি প্রত্যেকটা ধর্মের মানুষকে দেখতে পাবেন। এবং আমার এটাও মনে হয় যে ধর্ম মানব সৃষ্ট। আমি পূজো করি, আমি গুরুদ্বার এ যাই, আমি দরগাতেও যাই। জায়গায় গেলে আমি শান্তি অনুভব করি। তিনি এখানেই থামলেন না বরং এটাও জানালেন, ঈশ্বরকে তিনি প্রত্যেকটা অধ্যায়ে মনে করেন, এবং তাঁকে প্রতিমুহূর্তে ধন্যবাদ জানান তিনি যা পেয়েছেন তার জন্য।
Amrish Puri: কোনও প্রোটেকশন ছিল না, জলপ্রপাতের নীচে দাঁড়িয়েই স্মৃতি হারালেন, বিরল ক্যানসারে মৃত্যু হয় এই অভিনেতার..
কিন্তু, সত্যিই কি সন্তানের বার্থ সার্টিফিকেটে ধর্মের জায়গাটি ফাঁকা রেখেছিলেন তিনি? অভিনেতা জানিয়েছেন তার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য করুক এমনটা তিনি চান না। অভিনেতা কে বলতে শোনা গেল, "আমার ছেলের বার্থ সার্টিফিকেটে আমরা ধর্মের জায়গা ফাঁকা রেখেছিলাম। তাই যখন তাঁর জন্মের শংসাপত্র সরকারের কাছ থেকে এসেছিল, তখন তাতে কোনও ধর্মের উল্লেখ ছিল না। তাই এমন নয় যে সরকার আপনাকে এটি লিখতে বাধ্য করবে। এটা আপনার উপর নির্ভর করে। ওর বার্থ সার্টিফিকেট হাতে পাওয়া মাত্রই ধর্ম কলামে একটা ড্যাশ ঢুকিয়ে দিলাম। আমি চাইনা আমার ছেলে ধর্মের নিরীক্ষা কোন মানুষকে অনুসরণ করুক। আমি আমার ছেলেকে সেভাবে বড় করছি না।"
এর আগে সুশান্ত সিনহাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, 'আমাদের পরিবার খুব গর্বের সঙ্গে সবকিছু উদযাপন করে। আমার বাবা-মা আমার এবং আমার স্ত্রীর সঙ্গেই থাকেন। আমার স্ত্রী রাজপুত ঠাকুর। আপনি যদি ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখেন, আমরা সবকিছুতেই বিশ্বাস করি। আমরা বন্ধুর বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করি, বাবার সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করি। এখন গুরুপুরব আসছে, তাই আমরা সেটাও উদযাপন করব, কারণ আমি বিশ্বাস করি এটাই আসল ভারত।"
তাঁর পরিবারে সত্যিই সব ধর্মের মানুষ আছে? অভিনেতা বলেন, 'আমার বর্ধিত পরিবারেও আমার মাসি, যিনি একজন শিখ, একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছেন। আমার খুড়তুতো বোনের বিয়ে হয়েছে এক গুজরাটি লোকের সাথে। আমি এক রাজপুত ঠাকুরকে বিয়ে করেছি, তাই আমাদের পরিবার ধর্মনিরপেক্ষ। আমার ছেলের নাম বর্দান। আমরা তার জন্য একটি নামকরণ অনুষ্ঠান করেছিলাম। আমরা একটা মন্দিরে যাই। আমাদের বাড়িতে মন্দির আছে, তাও কোনও নির্দিষ্ট ধর্ম মানা হয় না।"