Advertisment
Presenting Partner
Desktop GIF

Vikrant Massey: বেশি হুল্লোড়েই গোয়ায় পকেট ফাঁকা, শেষে প্রিয় জিনিস বেচে বাড়ি ফেরেন বিক্রান্ত

Vikrant Massey updates: বিক্রান্ত নিজেকে যেভাবে গড়ে পিঠে নিয়েছেন, তাতে এখন তাঁকে বলিউডের অন্যতম অভিনেতা হিসেবে গণ্য করা যায়। বিশেষ করে মির্জাপুর এবং 12th Fail ছবির সাফল্য অন্য মাত্রা দিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vikrant Massey TV Shows: বলিউডে জনপ্রিয় হওয়ার আগে এই টিভি সিরিয়ালগুলিতে কাজ করেছেন বিক্রান্ত ম্যাসি

Vikrant Massey: যা হয়েছিল বিক্রান্তের সঙ্গে...

অভিনেতা বিক্রান্ত মাসে, যিনি জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁর সঙ্গে ঘটে যাওয়া এমন এক গল্প শেয়ার করেছেন, যাতে মধ্যবিত্তের জীবনে আসলে ঠিক কী কী ঘটতে পারে তাঁর পরিচয় পাওয়া যায়।

Advertisment

বিক্রান্ত নিজেকে যেভাবে গড়ে পিঠে নিয়েছেন, তাতে এখন তাঁকে বলিউডের অন্যতম অভিনেতা হিসেবে গণ্য করা যায়। বিশেষ করে মির্জাপুর এবং 12th Fail ছবির সাফল্য অন্য মাত্রা দিয়েছে। অভিনেতাকে দেখা গিয়েছিল IPS মনোজ শর্মার ভূমিকায়। শুধু তাই নয়, এই ছবি যেভাবে মানুষের মনে ঢুকে গিয়েছে, প্রশংসা কুড়িয়েছেন অনেকেই। কিন্তু, একসময় টাকার অভাবে তাঁকে জীবনের সবথেকে প্রয়োজনীয় জিনিস তিনি বিক্রি করেছিলেন।

অভিনেতাকে বর্তমানে দেখা গিয়েছে, দ্যা সবরমতি রিপোর্ট ছবিতে। গোধরা ট্রেন কান্ডের মত ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও এই ছবি নিয়ে জানিয়েছিলেন, যেন এক ছবি দেখা হয়। কিন্তু, একসময় বলিউডের আউটসাইডার হিসেবে পরিচিত তিনি, এখন অনেকটাই নিজের জায়গা করে নিয়েছেন।

একসময় গোয়া গিয়ে তিনি, এবং তাঁর বন্ধুরা পয়সার অভাবে যা সহ্য করেছিলেন। তিনি বলেছেন, আমি তখন সদ্য টাকা রোজগার করতে শুরু করেছিলাম। ৫০০০ টাকা নিয়ে আমি গিয়েছিলাম ঘুরতে। ভলবো বাসে করে যায়। আমাদের শেষ দিন ছিল সেদিন গোয়াতে। আমরা না সব খরচ শেয়ার করতাম। একটা কোল্ড ড্রিংক কিনলেও আমরা শেয়ার করতাম। যেদিন বেরিয়ে আসব, সেদিন আমরা সব খরচ করে ফেলেছি। তারপর, হোটেলের টাকা মেটাতে গিয়ে দেখছি টাকা নেই।

অভিনেতা যা করেছিলেন, তা আজও মনে রেখেছেন তিনি। অভিনেতা বলেন, "আমার কাছে ফোন ছিল একটা। আমি সেটা বিক্রি করে, টাকা জোগাড় করলাম। তারপর টাকা মিটিয়ে টিকিট কেটে আমরা মুম্বাই বাড়ি ফিরলাম।"

Bollywood Celeb Home Bollywood Actor Vikrant Massey
Advertisment