/indian-express-bangla/media/media_files/2024/12/02/an6rUiQPWqxadtV0AaYx.jpg)
Vikrant Massey Son: হুমকির মুখে বিক্রান্ত
বিক্রান্ত মাসে তাঁর কেরিয়ারের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে, আর ছবি করবেন না তিনি। ২০২৫ সালে তাঁর ভক্তদের সঙ্গে পর্দায় শেষবারের মতো দেখা হবে তাঁর। আজ যখন সাফল্যের চাবিকাঠি তাঁর হাতের মুঠোয়, ঠিক তখনই তিনি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
অভিনেতা নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন সেই কথা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে সবরমতী রিপোর্টে। কিন্তু, তাঁকে এই ছবির জন্য, রীতিমতো থ্রেট শুনতে হচ্ছে। সমাজ মাধ্যমে খারাপ কথা শোনার পাশাপাশি তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাঁর নয় মাসের সন্তানটিকে নিয়েও নানা কথা বলা হচ্ছে। তাঁর প্রাণ নিয়ে হুমকি দেওয়া হচ্ছে।
অভিনেতা এই কাণ্ডে যথেষ্ট স্তম্ভিত এবং থমকে গিয়েছেন। যে ছোট্ট প্রাণটি ঠিক করে চলতে পর্যন্ত পারে না, তাঁকে কেন এহেন থ্রেট দেওয়া হবে? বিক্রান্ত যেন এটাই বুঝে উঠতে পারলেন না। তাই তো তিনি এক সাক্ষাৎকারে বলেন...
আরও পড়ুন - Vikrant Massey: 'এবার বাড়ি ফেরার সময় এসেছে...', রুপোলি জগৎকে বিদায় জানালেন বিক্রান্ত মাসে
"আমার সমাজ মাধ্যমে প্রতিনিয়ত থ্রেট আসছে। এরা আসলে জানে যে আমি ৯ মাস আগে এক পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার বাচ্চাটা যে ঠিক করে চলতে পর্যন্ত পারে না। ওর নাম মাঝখানে নিয়ে আসা হচ্ছে। ওকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোন সমাজে বাস করছি? আফসোস হয়, আমার রাগ হয় না, ভয়ও পাই না। যদি ভয় পেতাম, তাহলে হয়তো এই ছবি আমরা বানিয়ে রিলিজ করতাম না।
সন্তানের বাবা হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন বরদান। জানিয়েছিলেন, সে আমাদের কাছে আশীর্বাদের কম নয়। ছেলেকে নিয়েই মাঝে মধ্যে সমাজ মাধ্যমে পোস্ট করেন। যদিও তাঁকে দেখতে কেমন হয়েছে সেটি এখনও জানাননি তিনি। আড়ালেই রেখেছেন তাঁকে।