Vikrant Massey : উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অবসর ঘোষণার পরই নতুন ছবির শ্যুটিংয়ে বিক্রান্ত

Vikrant Massey New Movie : সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা করেন বিক্রান্ত মাসে। এরপরই সানায়া কাপুরের সঙ্গে নতুন ছবির শ্যুটিংয়ে অভিনেতা।

Vikrant Massey New Movie : সোশ্যাল মিডিয়া পোস্টে অবসর ঘোষণা করেন বিক্রান্ত মাসে। এরপরই সানায়া কাপুরের সঙ্গে নতুন ছবির শ্যুটিংয়ে অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vikrant Massey TV Shows: বলিউডে জনপ্রিয় হওয়ার আগে এই টিভি সিরিয়ালগুলিতে কাজ করেছেন বিক্রান্ত ম্যাসি

অবসর ঘোষণার পরই নতুন ছবির শ্যুটিংয়ে বিক্রান্ত

ikrant Massey With Shanaya Kapoor : মাত্র ৩৭-এ অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন টুয়েলভথ ফেল খ্যাত বিক্রান্ত মাসে। অভিনেতার এই সিদ্ধান্তে মন খারাপ অনুরাগীদের। দ্য সবরমতী রিপোর্টের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। কিন্তু, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান বিক্রান্ত। ২০২৫-এ শে, দেখা যাবে তাঁকে, এমনটাই সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন। পাইপলাইনে থাকা দুটি প্রজেক্টের কাজ শেষ করেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিক্রান্ত মাসে। এরপরই তো উলোটপুরান! চেনা ছন্দে ফিরলেন অভিনেতা। শুরু করলেন আখোঁ কি গুসতাকিয়া ছবির শ্যুটিং। দেহেরাদুন সানায়া কাপুরের সঙ্গে চলছে নতুন ছবির কাজ।  

আরও পড়ুন: অভিনয়ে অনীহা না বড় কোনও ভবিষ্যৎ প্ল্যান? নেপথ্যে কোন কারণ?

Advertisment

বিক্রান্তের অবসর ঘোষণা নিয়ে যখন ভক্তদের মনে শোরগোল, তখন ডিগাবাজি খেলেন বিক্রান্ত মাসে। তিনি বললেন, তাঁর কথার ভুল ব্যাখা করা হচ্ছে। তিনি অবসর নিচ্ছেন না, কয়েকদিনের জন্য একটু ব্রেক নিচ্ছেন। প্রসঙ্গত, দেহেরাদুনে জমিয়ে শ্যুটিং করছেন বিক্রান্ত-সানায়া। উল্লেখ্য, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিক্রান্তের সাক্ষাৎয়ের মুহূর্তও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার পরনে রয়েছে কালো পাফার জ্যাকেট। সানায়া পরেছেন রংবেরঙের সোয়েটার আর ডেনিম।

News18 Showsha-কে বিক্রান্ত মাসে জানান, 'আমি অবসর নিচ্ছি না। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই এখন বিশ্রাম নেব। লম্বা একটা ব্রেক চাই। ঘর-বাড়ির অভাব বোধ করছি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। নিজের শরীর স্বাস্থ্য নিয়েও একটু ভাবতে হবে। আমার সোশ্যাল মিডিয়া পোস্টের ভুল ব্যাখা করা হচ্ছে।' 

Advertisment

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে 'দ্য সরবমতী রিপোর্ট'-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে বিক্রান্ত, অবসর নিয়ে প্রশ্ন করতেই...

উল্লেখ্য, আখোঁ কি গুসতাকিয়া -তে একজন অন্ধ মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত। ছবিটি মুক্তি পাবে ২০২৫-এ। উল্লেখ্য, এই ছবির মাধ্যমে সঞ্জয় কাপুর-মাহিপ কাপুরের মেয়ে সানায়া কাপুরের বলিউডে অভিষেক ঘটল। আখোঁ কি গুসতাকিয়া ছাড়াও বিক্রান্তের ঝুলিতে রয়েছে টুয়েলভথ ফেল -এর সিক্যোয়েল 'জিরো সে রিস্টার্ট' ও 'ইয়ার জিগরি'। 

আরও পড়ুন: শৌচাগারের লাইনে দাঁড়িয়ে ভাগ্যবদল, কী ভাবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বিক্রান্ত?

bollywood movie Bollywood News Vikrant Massey Bollywood Actor