/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/tarikh-vs-vinci-da.jpg)
Vinci Da Review Live, Vinci Da Movie Review বক্সঅফিসে মুখোমুখি ভিঞ্চি দা ও তারিখ।
Srijit Mukherji Directorial 'Vinci Da' Audience Review: নববর্ষ দরজায় কড়া নাড়ছে। আর এর আগেই মুক্তি পাচ্ছে একসঙ্গে দু'টো বাংলা ছবি। সৃজিত মুখোপাধ্যায়ের 'ভিঞ্চিদা' এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের 'তারিখ'। অভিনেতা রুদ্রনীল ঘোষের লেখা কাহিনিকেই থ্রিলার চিত্রনাট্যের ছাঁচে ঢেলেছেন সৃজিত মুখোপাধ্যায়। একজন মেকআপ আর্টিস্ট ও এক আইনজীবীকে নিয়ে রহস্য রোমাঞ্চ ছবি ‘ভিঞ্চিদা’। অন্যদিকে, সোশাল মিডিয়া ও যাপনের গল্প সেলুলয়েডে বুনেছেন চূর্ণী। সোশাল মিডিয়ায় অস্তিত্বের বদলে যাওয়া ধরন নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়।
থ্রিলার হলেই সমসাময়িক বাংলা ছবিতে উঠে আসে সৃজিত মুখোপাধ্যায়ের নাম। 'বাইশে শ্রাবণ', 'চতুষ্কোণ'-এ বাজিমাত করেছেন তিনি। চূর্ণীর এটি দ্বিতীয় ছবি। প্রথম ছবিতেই চূর্ণীর ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার।
এদিকে এবারই প্রথম অন্য কারও কাহিনি নিয়ে ছবি তৈরি করছেন সৃজিত। তাঁর এই ছবির প্রধান চরিত্রে রয়েছে কাহিনিকার রুদ্রনীল ঘোষই।
ছবি দেখার আবেদনে ভিঞ্চিদা
দর্শকের উদ্দেশ্যে কী বললেন পরিচালক?
তারিখের প্রিমিয়ারে পরিচালক সহ কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়
থিয়েটারের জন্য প্রস্তুত ছবি
আর কিছুক্ষণের মধ্যেই শহরে দু'প্রান্তে দুটি ছবির প্রিমিয়ার শুরু হবে। কিন্তু তার আগেই বাংলা ছবির ভক্তরা পৌঁছে গিয়েছে হলে। একের পর এক রিভিউ দেখা যাচ্ছে সোশাল মিডিয়ায়। বক্সঅফিসের অঙ্ক কী বলবে জানা নেই তবে শুক্রবারের সন্ধ্যে জমজমাট।
হিন্দের মতো জায়গায় চলছে বাংলা সিনেমা। 'তারিখ' জায়গা না পেলেও তালিকায় সেখানে রয়েছে 'ভিঞ্চিদা'। যদিও আজ দুপুরের শো-এ চোখে পড়ার মতো ভিড় ছিল না। এদিকে সূত্রের খবর, সিঙ্গেল হলগুলোর তুলনায় মাল্টিপ্লেক্সে ভাল ফল করতে পারে 'তারিখ'।
টুইটারে উপচে পড়ছে দর্শকের ভালবাসা। 'ভিঞ্চিদা' এবং 'তারিখ' দু'তরফেই বাংলা ছবিকে ভালবাসছে মানুষ।
শুক্রবার মুক্তির সঙ্গে সঙ্গেই হলে ছবি দেখতে ভিড় করেছেন সিনেমাপ্রেমী মানুষ। প্রিয়ার দুপুরের শো-তে 'তারিখ' দেখেছে দর্শক।এদিকে নন্দনে অগ্রিম বুকিংয়েই হাউসফুল 'ভিঞ্চিদা'।
সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, থ্রিলার বানাতে আমার ভালো লাগে। দর্শক সেটা পছন্দ করে তাতে আমি আপ্লুত। এদিকে চূর্ণী সবটাই ছেড়ে রেখেছেন জনগণের হাতে। সোশাল মিডিয়া তো তাঁর ছবির বিষয়।
সারাশহরে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে 'ভিঞ্চিদা', সে তুলনায় 'তারিখ'-এর হল সংখ্যা কম। নন্দন ২ এ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি হাউসফুল। তারিখ-ও দেখতে উৎসাহী দর্শক।