মাত্র ১০০ গ্রাম... এক চুলের পার্থক্যে স্বর্ণজয়ের স্বপ্ন ভাঙল ভিনেশ ফোগাতের। সারা দেশ তাকিয়ে ছিল যার দিকে, তাঁকে নিয়েই কি ষড়যন্ত্র হল? প্রশ্ন উঠছে অনেক। সেমিফাইনালে ৫০ কেজি ফ্রি স্টাইলে জিতেই ভারতের মানুষের মধ্যে আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু, আজ...
ঠিক কী কারণে বাদ পড়েছেন ভিণেশ?
ফোগাতকে অতিরিক্ত ওজনের কারণে বুধবার স্বর্ণপদক ম্যাচ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। সূত্র জানিয়েছে যে তার ওজন ১০০ গ্রাম বেশি ছিল।
অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে। "দুঃখের সঙ্গে ভারতীয় দল জানাচ্ছে, ভিনেশ ফোগাতকে মহিলা কুস্তির ৫০ কেজি শ্রেণি থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সারা রাত ধরে দলের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, আজ সকালে তার ওজন 50 কেজির চেয়ে কয়েক গ্রাম বেশি ছিল। এই মুহুর্তে আর কোনও মন্তব্য করা হবে না। ভারতীয় দল আপনাকে অনুরোধ করছে ভিনেশের গোপনীয়তাকে সম্মান করুন।
ভিনেশের এই বাদ পড়ায় চমকে উঠেছেন অনেকেই। রিতেশ দেশমুখ থেকে তাপসী পান্নু, হেমা মালিনী বাদ পড়েননি কেউই। হেমা মালিনী জানিয়েছেন, "এটা খুব আশ্চর্যজনক। অদ্ভুত লাগছে যে মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য সে বাদ পড়ে গেল। এটা খুব মাহাত্ম্য রাখে যে, আমরা যেন আমাদের ওজন ধরে রাখি। ভাল একটা কিছু শিখতে পারলাম আমরা। এটা মাথায় রাখতেই হবে সমস্ত মহিলা থেকে অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড়দের সকলকে, যে ১০০ গ্রাম মাঝেমধ্যে অনেকটা ম্যাটার করে।"
অন্যদিকে, রিতেশ দেশমুখ নিজেও পিছিয়ে নেই। তিনিও একদম ভাল চোখে দেখেননি এই বিষয়টিকে। তাপসী পান্নু বলছেন, খুব বেদনাদায়ক, সত্যি! এই মহিলা তাঁর নিজের দক্ষতায় এমনিই স্বর্ন পদকে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ভিকি কৌশল বলেছেন, মেডেলের থেকে বড় একজন বিজেতা ভিনেশ। আবার আলিয়া ভাট প্রশংসায় পঞ্চমুখ, ভিনেশের। তিনি বলছেন...
"তুমি সারাদেশের গর্ব। তোমার কাছ থেকে দক্ষতা - কর্মক্ষমতা এবং সাহস কেড়ে নেওয়া কারওর পক্ষে সম্ভব না। ইতিহাস তৈরী করার ক্ষেত্রে তোমার অবদান কিছু কম নেই। হয়তো, তোমার মন ভেঙেছে কিন্তু আমরাও তোমার সঙ্গে সমব্যথী। নারী, তুমি সোনা - লোহা এবং স্টিল সবকিছুই। উল্লেখ্য, এর আগে গীতা এবং ববিতা ভারতের হয়ে মুখ উজ্জ্বল করেছেন। ভিনেশ নিজেও ভারতের এক উজ্জ্বল নক্ষত্র।