/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/lead.jpeg)
বিনীতা চট্টোপাধ্যায় ও ঈশান মজুমদার। ছবি সৌজন্য: ঈশান
প্রায় দুবছর পরে আবারও বাংলা টেলিপর্দায় দেখা যাবে বিনীতা চট্টোপাধ্যায়কে। ২০১৬ সালে স্টার জলসা-র 'মেমবউ' ধারাবাহিক দিয়ে বাংলা টেলিভিশনে ডেবিউ করেন বিনীতা। ২০১৭ সালে ধারাবাহিকটি শেষ হওয়ার পরে আর বাংলা টেলিভিশনে দেখা যায়নি তাঁকে। আকাশ ৮-এর ক্রাইম স্টোরি 'ক্যাফে ক্লাব' দিয়েই বাংলা টেলিপর্দায় ফিরলেন তিনি যেটি সম্প্রচার হবে ৬ নভেম্বর রাত সাড়ে নটায়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/WhatsApp-Image-2019-11-05-at-16.02.37.jpeg)
মেমবউ শেষ হওয়ার পরে টেলিভিশন থেকে লম্বা বিরতি নিয়ে মুম্বই পাড়ি দেন বিনীতা। একটি বিদেশী চ্যানেলের অ্য়াঙ্করিং ও গান নিয়েই মূলত ব্যস্ত ছিলেন। গত বছর খুবই জনপ্রিয় হয় শান-এর সঙ্গে তাঁর মিউজিক ভিডিও-- 'তু মেরা রব'। আরও দুটি রিমিক্সও করেন বিনীতা। গানের পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চান তাই আকাশ ৮-এর এই সংক্ষিপ্ত কাজটির পরে শুরু হতে চলেছে আরও একটি ওয়েবসিরিজের কাজ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/WhatsApp-Image-2019-11-02-at-21.31.11.jpeg)
আরও পড়ুন: রাতে উঠতে হলে মাকে ডাকি, একা ঘুমোতে পারি না: দিব্যজ্যোতি
আকাশ ৮-এর এই কাজটি সম্পর্কে বিনীতা বলেন, ''আমার খুব ভালো লেগেছে কাজ করে। এখানে আমি একজন শার্পশুটার। তার জন্য আমাকে বিশেষ ওয়র্কশপও করতে হয়েছে। আমাকে বলা হয়েছিল মিস্টার ও মিসেস স্মিথ-টা দেখতে। আর ঈশানের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগল। আমরা দুজন দুজনকে চিনতাম কিন্তু একসঙ্গে কাজ এই প্রথম।'' 'ক্যাফে ক্লাব'-- আকাশ ৮-এর সেকশন ৩০২-র অন্তর্গত একটি ক্রাইম থ্রিলার যা পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/WhatsApp-Image-2019-11-05-at-16.03.09.jpeg)
গল্পে ঈশান মজুমদার একজন ব্লাইন্ড স্কুলের শিক্ষক, যার সঙ্গে হঠাৎ আলাপ ও বন্ধুত্ব গড়ে ওঠে বিনীতা অভিনীত চরিত্রটির। ''কাজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং কারণ এই ধরনের চরিত্র আগে করিনি। আর বিনীতার সঙ্গে আমার প্রথম কাজ। আমাদের অনেক ইভেন্টে দেখা হয়েছে, কথা হয়েছে কিন্তু কখনও একসঙ্গে কাজ করা হয়নি। ও খুব ডেডিকেটেড অ্যাকট্রেস আর খুব জলি। খুব মজা করতে করতে কাজ করেছি আমরা'', বলেন ঈশান।