scorecardresearch

মহাকালেশ্বরে আরাধনা বিরাট-অনুষ্কার, ‘সনাতন ধর্মের জয়…’, বিরাট উচ্ছ্বসিত কঙ্গনা

বিরাট-অনুস্কাকে দেখে আবেগী কঙ্গনা, বললেন…

kangana ranaut, virat anushka, virat anushka at ujjain mahakaleshwar
বিরাট-অনুস্কাকে দেখে কী বলছেন কঙ্গনা?

মহাকালেশ্বরে বিরাট অনুষ্কা, তারকা দম্পতির উপস্থিতিতে উৎসব মহাকাল মন্দিরে। বাবা মহাকালের কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দুজনে। তাঁদের পৌঁছনোর পরেই সেই ভিডিও ভাইরাল হয় ঝড়ের গতিতে।

একদম সাবেকি পোশাক, বিরাটের পরনে ধুতি গলায় উত্তরীয় এবং রুদ্রাক্ষের মালা – মহাকালের আরাধনা করতে দেখা গেল তাঁদের। সকলেই তাঁদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। এই প্রথম না, এর আগেও বছরের শেষেও তারা মেয়ে ভামিকাকে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবন এবং মথুরা। সেখানেও আশীর্বাদ নিয়েছিলেন সংস্থার অধ্যক্ষের। পাওয়ার কাপলের আজকের ভিডিও দেখেও ধন্য ধন্য করছেন জনগণ ও অনুরাগীরা। তবে, বলিউডের কুইন কঙ্গনা এক্ষেত্রে তিনিও ফোঁড়ন কেটেছেন।

আরও পড়ুন [ ‘ঠিক জমল না..’, ক্যাটরিনার জায়গা নিয়েও দর্শকদের মন গলাতে পারলেন না কিয়ারা? ]

যেকোনও বিষয়েই তিনি নিজের মন্তব্য পেশ করে থাকেন। নিজেও ভগবানের আশীর্বাদ নিতে মাঝেমাঝেই পৌঁছে যান। তাই তো, বিরাট অনুস্কাকে দেখে আপ্লুত তিনি। বললেন, “এই দুজন দম্পতি খুব সুন্দর উদাহরণ তুলে ধরছেন সকলের সামনে। শুধু যে ভারতীয় ধর্ম এবং সনাতন ধর্মের এক বিরাট দিক তুলে ধরছেন তাঁরা। ট্যুরিজম এর বিরাট দিক তাঁদের দুজনের জন্য উন্মোচন হচ্ছে। এতে অর্থনৈতিক দিকেও অনেকটা সুবিধা হবে”- বলেই দাবি করেছেন কঙ্গনা।

দেশের বিভিন্ন ধর্মীয় স্থানে যাচ্ছেন বিরাট অনুষ্কা। যদিও বা মহাকালেশ্বর মন্দিরে দেখা পাওয়া যায়নি তাঁদের মেয়ের। বেশ গোপনীয়তা মেনেই কাজ করছেন তাঁরা। সামনেই চকদা এক্সপ্রেস ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে অনুস্কাকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Virat anushka at mahakaleshwar temple kangana reacts to couple