/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/anuska.jpg)
অনুস্কা - বিরাট
আজ বিরাটের জন্মদিন। কলকাতায় খেলতে নামবেন কিছুক্ষন পর। ইডেনের মাঠে আজ বড় ম্যাচ। দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচে শহর জুড়ে উন্মাদনা। একদিকে, বিরাটের জন্মদিন যখন তখন সেলিব্রেশন তো রয়েছেই। কিন্তু তাঁর স্ত্রী...
অনুষ্কা শর্মা প্রকাশ্যেই বিরাটকে নিয়ে মজা করেন। কখনও কখনও তাঁর হিউমারের জেরে বিরাট অস্থির হয়ে ওঠেন। এবারও ব্যতিক্রম না। আজকে মাঠে উপস্থিত থাকতে পারবেন না অনুষ্কা। কিন্তু কাছের মানুষকে অন্যরকম বার্থডে উইশ করবেন না এও আবার হয় নাকি? প্রকাশ্যে এবারও বিরাটকে নিয়ে মজা করলেন। কী বললেন অনুষ্কা।
আর কিছুক্ষণ পরেই খেলা শুরু। তাঁর আগেই বিরাটের উদ্দেশ্যে এক মজাদার পোস্ট করলেন। বিরাটের অদ্ভুত ছবি শেয়ার করে তিনি লিখলেন...তুমি খুব আলাদা সকলের থেকে। জীবনের সমস্ত চরিত্রে খুব অদ্ভুত তুমি। আশা করব, আরও পালক যোগ হোক তোমার মুকুটে। আমি এই জীবন এবং তাঁর পরবর্তীতেও ভালবাসি তোমায়। তুমি যেমন আকার নাও, যাই তোমার ফর্ম থাকুক, এমনকি যাই হয়ে যাক সবেতেই।
কী ছিল সেই পোষ্টে?
বিরাটের বোলিং অর্ডার নিয়ে সবসময় মজা করা হয়। তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে কী মাত্রায় তিনি খারাপ বোলার। তাও বল করতে গিয়ে যা কান্ড ঘটিয়েছেন তিনি সেই দৃশ্য কেবল ধোনি আর টিম মেম্বাররাই সামলে নিয়েছেন। তাঁর সঙ্গে বেশ কিছু মজাদার ছবি শেয়ার করেছেন তিনি। শুধু তাই নয়। এই পোস্ট দেখে খেলার আগেই মাথায় হাত খোদ বিরাটের। বউয়ের পোস্ট দেখে কী বলবেন বুঝতে পারছেন না। সেই কারণেই ইমোজী পোস্ট করলেন তিনি।
আজ গোটা কলকাতা শহর জুড়ে উন্মাদনা। বিরাটের জন্মদিন সঙ্গে সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁর ৪৯ তম সেঞ্চুরি দেখার। দেওয়া হয়েছে বিরাটের মাস্ক এমনকি সিএবির তরফ থেকে বিরাটের জন্য বিশেষ উপহার ভাবা হয়েছে।