Virat Kohli Doppleganger: চেহারায় অদ্ভুত মিল, চোখের দৃষ্টি যেন একই, নাটকে অভিনয় করেছেন বিরাট? ঘটনা কি সত্যি?

Virat Kohli Look a Like: কখনও গায়ে পশমের পোশাক পড়ে লড়াই করছেন, আবার কখনও ঘুরসওয়ারি করছেন। ঠিক যেন স্ক্রিনে বিরাটকেই দেখা যাচ্ছে। কিন্তু আসলেই কি তিনিই? এক ঝলক দেখলে মনে হবে হয়তো বা বিরাট কোহলি নিজেই।

Virat Kohli Look a Like: কখনও গায়ে পশমের পোশাক পড়ে লড়াই করছেন, আবার কখনও ঘুরসওয়ারি করছেন। ঠিক যেন স্ক্রিনে বিরাটকেই দেখা যাচ্ছে। কিন্তু আসলেই কি তিনিই? এক ঝলক দেখলে মনে হবে হয়তো বা বিরাট কোহলি নিজেই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
virat kohli- look a like actor tiukey

কে এই ব্যক্তি, কী সম্পর্ক তাঁর বিরাটের সঙ্গে? Photograph: (ফাইল চিত্র )

 Virat Kohli Doppleganger: একই এই পৃথিবীতে নাকি ৭ জনকে একই রকম দেখতে? তাই বলে, এতটা এক? বিরাট কোহলি যে এতদিন ক্রিকেটের ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন, তিনি এবার একটি  ড্রামায় অভিনয় করছেন? ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সেই সব ছবি! দর্শকরা ভেবেও নিয়েছেন, যে খেলোয়াড় হয়তো বা কোনদিন অভিনয় করেছিলেন। 

Advertisment

কখনও গায়ে পশমের পোশাক পড়ে লড়াই করছেন, আবার কখনও ঘুরসওয়ারি করছেন। ঠিক যেন স্ক্রিনে বিরাটকেই দেখা যাচ্ছে। কিন্তু আসলেই কি তিনিই? এক ঝলক দেখলে মনে হবে হয়তো বা বিরাট কোহলি নিজেই। কিন্তু তথ্য সুত্র বলছে তিনি না। ভারতীয় এই খেলোয়াড় নিজের দেশেই অভিনয় করেননি আর যাবেন তুর্কিতে? আসলে বেশ কিছু বছর আগের এই ড্রামা নিয়ে এখন আলোচনা হচ্ছে। কারণ অবশ্যই বিরাট কোহলির ডুপলগ্যাঙ্গার এই অভিনেতা।

এরত্রুগাল নামক এই ড্রামায় বেশ গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করেছিলেন যিনি, তাঁর নাম ক্যাভিট সেটিন গুনির। যার চেহারার সঙ্গে হুবুহু মিল না থাকলেও সেই নির্দিষ্ট চরিত্রে তিনি যেন একদম বিরাট কোহলির অবয়ব। হঠাৎ করে দেখলে মানুষ ভুল বুঝে বসবে। এই অভিনেতা যদিও বা সেদেশে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু বিরাট কোহলির মত দেখতে হওয়ায় তাঁকে নিয়ে আলোচনার রেশ। তাঁর ভক্তরা নানা পোস্ট শেয়ার করেছেন। 

Advertisment

একটি পোস্টে এমন লেখা, বিরাট কোহলি ড্রামায়? মাঝে মধ্যে ভক্তরা হারিয়ে যেতে পছন্দ করে। এরত্রুগালের দুনিয়ায় দোগান বে হিসেবে বিরাট কোহলি যোগ দিয়েছেন? না! তবে এক ঝলকে ভুল বোঝার শেষ নেই। এদিকে, এই ঘটনা বিরাটের চোখ এড়িয়েছে কিনা  সেটা বলা দায়। কারণ, তিনি কোনও বিষয়েই মন্তব্য রাখতে চান না। শুধু তাই নয়, তাঁর ভক্তরা অনেকেই বলেছেন, বিরাট নিজেও এই চরিত্রে থাকলে মন্দ হত না। 

bollywood Virat Kohli