Advertisment
Presenting Partner
Desktop GIF

'প্রেমের জোয়ারে'… বিরাটের গলায় তাঁর জন্য গান শুনে 'কেঁদে ফেললেন' অনুষ্কা, দেখুন ভিডিও

'মেরে মেহেবুব কয়ামত' গান ধরেছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক, চোখের জলে ভাসলেন অনুষ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat, Anushka

২০১৭ সালের ১১ ডিসেম্বর। ইতালির তাসকানিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট-অনুষ্কা। তাসকানির নৈসর্গিক স্থান বর্গো ফিনোসিয়েতোতে বসেছিল ভারতের ক্রিকেট অধিনায়কের বিবাহ আসর। কড়া নিরাপত্তা। কোনও মিডিয়া নেই। ক্যামেরা নিয়ে প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকী সঙ্গে মোবাইল রাখাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। যেন কাকপক্ষীরও প্রবেশ নিষেধ। স্রেফ ঘরোয়া বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন তারকাজুটি বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। রূপকথার এই বিয়ের ২ বছর পূর্তি হয়েছে বটে! তবে তারকাজুটির লাভস্টোরিতে এখনও মজে নেটিজেনরা। তাই বছর ঘুরলেও বিরুষ্কার বিয়ের ছবি-ভিডিও নিয়ে আজও তাঁরা মশগুল। সেরকমই এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment
virat kohli and anushka sharma
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (ইনস্টাগ্রাম)

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের আগে ঘরোয়া ব্যাচেলর পার্টিতে গান ধরেছেন ভারতীয় ক্রিকেটদলের অধিনায়ক বিরাট কোহলি। আটের দশকের সেই জনপ্রিয় গান- 'মেরে মেহেবুব কয়ামত'। বাইশ গজের বাইরে এ এক অন্য অবতারে বিরাট। এদিকে দর্শকাসনে অনুষ্কা শর্মা। বন্ধু-বান্ধব পরিবেষ্টিত। তাঁর জীবনের প্রিয় মানুষটির জন্য শান্ত গলায় গান গেয়ে চলেছেন বিরাট। ক্যামেরা প্যান হতেই দেখা গেল অভিনেত্রীর চোখে জল। একেবারে আবেগঘন হয়ে উঠেছেন অনুষ্কা। গান শেষ হতেই চারিদিকের সকলে করতালিতে মেতে উঠলেন। দর্শকাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা গেল অনুষ্কা শর্মাকেও।

প্রসঙ্গত, বিয়ের ২ বছর পরও অনুষ্কা-বিরাটের লাভস্টোরি আজও সমানভাবে চর্চিত। আজও তাঁদের খুনসুঁটি দেখে মেতে ওঠেন নেটজনতারা। দেখে নিন সেই ভাইরাল ভিডিও-

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali News bollywood Anushka Sharma Virat Kohli
Advertisment