Ranveer Allahbadia: যৌন মন্তব্যে তোলপাড়, এবার বিরাট-যুবরাজ নাকি বিরাট পদক্ষেপ নিয়েছেন ক্রিকেটপ্রেমী রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে?

Virat Unfollows Ranveer: ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বিতর্কের আগে না পরে রণবীরকে আনফলো করেছিলেন বিরাট, তা এখনও স্পষ্ট নয়। তবে নেটিজেনরা রণবীরের ক্রিকেটারের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা নিয়ে নানা মন্তব্য রেখেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ranveer allahabadia-virat kohli

Ranveer-Virat: গণ্ডগোল তুঙ্গে, তাই কি এই সিদ্ধান্ত? Photograph: (Instagram)

ইন্ডিয়াস গট ল্যাটেন্ট ঘিরে বিতর্ক কি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ইউটিউবার রণবীরকে ইনস্টাগ্রামে আনফলো করতে বাধ্য করেছিল? নেটিজেনরা স্ক্রিনশট শেয়ার করে বলছেন, বিরাট যে কিনা রণবীরকে ফলো করতেন, সে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রণবীরকে ফলো করেন না। এই ইউটিউবারের জন্য এটি একটি কঠিন সময়। যিনি ইউটিউব শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে উপস্থিতির সময় অশ্লীল মন্তব্যের অভিযোগে মুম্বাই পুলিশের তদন্তের বিষয় হয়ে উঠেছেন।

Advertisment

ইন্ডিয়াস গট ল্যাটেন্ট বিতর্কের আগে না পরে রণবীরকে আনফলো করেছিলেন বিরাট, তা এখনও স্পষ্ট নয়। তবে নেটিজেনরা রণবীরের ক্রিকেটারের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা নিয়ে নানা মন্তব্য রেখেছেন। সংবাদসংস্থা এএনআই-এর একটি পুরনো পডকাস্টে রণবীর এলাহাবাদিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর শো 'দ্য রণবীর শো'-তে কাকে ডাকতে চান তিনি? ওই ইউটিউবার জানান..

'শুধুই বিরাট কোহলি। বিরাট কোহলিকে পেলেই আমি ধন্য। ইন্টারভিউয়ার তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, "আপনি বিরাট কোহলিকে শোয়ে পাননি, তাই না?" রণবীর বলেন, "আমি ওকে শোতে পাইনি। আমি তার সাথে দেখা করেছি।" 

Advertisment

রণবীর আরও বলেন, 'আমি সচিনের সঙ্গেও পডকাস্ট করিনি। আমি সচিনকেও ভালোবাসি। আমার মনে হয় ও যখন আমার সামনে থাকবে তখন আমি ফ্যানবয়ও হতে পারি। আমি বিরাট কোহলির ১২-১৩ বছর বয়স থেকে, বলা যায় অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকে তার জার্নি অনুসরণ করেছি। আমার মনে আছে, তাকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিততে দেখে মায়ের কাছে গিয়ে বলেছিলাম, এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে, আমি জানি না এটা কী। সে দারুণ প্লেয়ার।" 

তিনি আরও বলেন, 'আমি তার প্রায় প্রতিটি ইনিংস দেখেছি, বিশেষ করে তার ক্যারিয়ারের শুরু দিক থেকে। সেই ব্যক্তিটি আমার নিজের জীবনে বড় প্রভাব ফেলেছে। যদিও, রণবীর ক্রিকেট ফ্যান। কিন্তু, এই ঘটনার জন্যই কি তবে বিরাট তাঁর থেকে মুখ ঘোরালেন? বিরাট একা নয়, যুবরাজ সিং যিনি এসেছিলেন তাঁর পডকাস্টে, সেও মুখ ঘুরিয়েছেন শোনা যাচ্ছে। 

Virat-Anushka Ranveer Allahabadia Virat Kohli