/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/kohli-anushka-759.jpg)
মেওয়েদারকে টপকে ইনস্টাগ্রামে কোহলির বাজিমাত
বিরাট কোহলির জীবনে দেখা সবচেয়ে সৎ মানুষটি কে? সঠিক উত্তরের জন্য কোনও প্রাইজ নেই। স্ত্রী অনুষ্কা শর্মা। আজ অনুষ্কার ৩০ বছরের জন্মদিনে নিজের ট্যুইটার হ্যান্ডেলে জাতীয় ক্রিকেট দল ও আরসিবি অধিনায়ক যুগলের ছবি পোস্ট করেছেন। শুধু সৎই নয়, জীবনের সেরা ইতিবাচক মনোভাবের মানুষ হিসেবেও অনুষ্কাকেই বেছেছেন বিরাট। ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কার মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন বিরাট কোহলি। ব্যাকগ্রাউন্ডে চকোলেট কেকটিও দৃশ্যমান।
বিয়ের পর অনুষ্কা শর্মার এই প্রথম জন্মদিন। গত বছর ১১ ডিসেম্বর রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরুষ্কার চার হাত এক হয়েছিল ইতালিতে।
Happy B'day my love. The most positive and honest person I know. Love you ♥️ pic.twitter.com/WTepj5e4pe
— Virat Kohli (@imVkohli) May 1, 2018
আই পি এলের সুবাদে এখন অনেকটা সময়েই পরস্পরকে কাছে পাচ্ছেন বিরাট ও অনুষ্কা। মাঝেমাঝেই বিরাটের জন্য গ্যালারিতে বসে গলা ফাটাতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। তবে আজ অনুষ্কার জন্মদিনেও বিরাটের ছুটি নেই। এদিনই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে জানা গেছে, এর মধ্যেও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠানে জন্মদিন পালন করা হবে।
Happy B'day my love. The most positive and honest person I know. Love you ♥️
A post shared by Virat Kohli (@virat.kohli) on
প্রকাশ্যে অনুরাগ প্রদর্শনের ব্যপারে বিরাট একেবারেই কুণ্ঠিত নন। কয়েকদিন আগেও বিরাট যুগলের ছবি পোস্ট করে অনুষ্কাকে লাভ অফ লাইফ বলে উল্লেখ করেছিলেন।
Such a stunner, Love of my life! ♥️???? @anushkasharma
A post shared by Virat Kohli (@virat.kohli) on
এবারের জন্মদিনে অনুষ্কা তাঁর পরিকল্পনা সফল করার জন্য ফ্যানেদের কাছে সহযোগিতা চেয়েছেন। এক খোলা চিঠিতে তিনি জানিয়েছেন এ বছর তিনি রাস্তায় ঘুরে বেডানো পশুদের জন্য মুম্বইয়ের কাছে একটি আস্তানা তৈরি করতে চান। বেশ বড়সড় এই চিঠিতে তিনি লিখেছেন, অবলা জীবদের জন্য এই আস্তানা তৈরি তাঁর দীর্ঘদিনের স্বপ্ন।
???? pic.twitter.com/CgtI9xS20w
— Anushka Sharma (@AnushkaSharma) May 1, 2018
বর্তমানে বেজায় ব্যস্ত প্রযোজক-অভিনেত্রী অনুষ্কা শর্মা। সামনেই মুক্তি পাবে তাঁর দুটি ছবি জিরো এবং সুই ধাগা। এছাড়াও রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের উপর নির্মিত বায়োপিক সনজু ছবিতেও দেখা যাবে অনুষ্কাকে।