Advertisment
Presenting Partner
Desktop GIF

বিগ বস ১৩: সলমনের শো থেকে বেরিয়ে গেলেন বিশাল আদিত্য সিং

বিগ বস ১৩-র ঘরে এখন রয়ে গেলেন সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, শেহনাজ গিল, রেশমি দেসাই, আরতি সিং, পারস ছাবড়া এবং মাহিরা শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Vishal Aditya Singh

বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন বিশাল আদিত্য সিং।

বিগ বস ১৩-র ট্রফি পাওয়া হল না বিশাল আদিত্য সিং-এর। বিশাল ছাড়াও শেহনাজ গিল, সিদ্ধার্থ শুক্লা এবং আরতি সিং মনোনীত ছিলেন এই সপ্তাহে। মজা করার জন্য ঘরের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছেন তাদের কানেকশন। এদিকে টাস্ক জেতার পর সিদ্ধার্থ শুক্লা-র কানেকশন বিকাশ গুপ্তা এবং শেহনাজ গিলের ভাই শাহবাজ মনোনয়ন থেকে বাঁচিয়ে নিয়েছেন আরতিকে।

Advertisment

ওয়াইল্ড কার্ড হিসাবে সিজনের মাঝে বিগ বসের বাড়িতে এসেছিলেন বিশাল আদিত্য সিং। তার কিছুদিন পরেই শোয়ে আসেন বিশালের প্রেমিকা মধুরিমা তুলি, যদিও বিশালকে নাড়িয়ে দিয়েছিলেন তিনি। বারবার এই দু'জকে ঝগড়া করতেই দেখা যেত। কিছুদিন আগেই বিশালকে ফ্রাইং প্যান দিয়ে মারার জন্য বিগ বসের ঘর থেকে বেরিয়ে গিয়েছেন মধুরিমা।

আরও পড়ুন, অতৃপ্ত আত্মা নিয়ে বাংলা ওয়েব সিরিজে সৌমন-চাঁদনি-অনন্যা

মধুরিমা ছাড়া সেভাবে ঘরের মধ্যে দেখা যায়নি তাঁকে। সিদ্ধার্থ শুক্লার বন্ধু হিসাবেই খেলা শুরু করেছিলেন বিশাল। পরে সেটা বদলে আসিম রইস ও রেশমি দেসাইয়ের সঙ্গে দেখা যায়। সম্প্রতি একটি টাস্কে সঞ্চালক হিসাবে বন্ধুদের সঙ্গ দিতে গিয়ে মিথ্যের আশ্রয় নেন বিশাল। সলমন খান ও ঘরের অন্য সদস্যরা তার সমালোচনাও করেন।

শোয়ে আসার আগে বিশাল আদিত্য সিং ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছিলেন, বিগ বস শুরুর সময়েও তাঁর কাছে অফার এসেছিল। কিন্তু কোনও কারণে তিনি আসতে পারেননি। তিনি বলেন, ''প্রথমবার আমি বলছি নাচ বলিয়ে ৯-এর সময়ে বিগ বস যখন শুরু হয় তখন আমাকে অফার করা হয়েছিল। কিন্তু স্টার প্লাসের তুলসি কুমার বাজেওয়ালা-য় কাজ করছিলেন। তাই নাচের শোই বেছে নিয়েছিলাম। নাচ বলিয়ের অভিজ্ঞতা আমাকে এই শো পেতে সাহায্য করেনি। তবে হ্যাঁ, নাচের শোয়ের পর নির্মাতাদের আমার কথা আরও একবার মনে হয়। তার জন্য আমি আপ্লুত।''

আরও পড়ুন, ভূত দ্য হন্টেড শিপ: থ্রিলারেই ঝলকেই রোমাঞ্চ জাগালেন ভিকি কৌশল

বিগ বস ১৩-এর ফিনালে হবে ১৫ ফেব্রুয়ারি। বিগ বস ১৩-র ঘরে এখন রয়ে গেলেন সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, শেহনাজ গিল, রেশমি দেসাই, আরতি সিং, পারস ছাবড়া এবং মাহিরা শর্মা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bigg Boss
Advertisment