Advertisment
Presenting Partner
Desktop GIF

Vishwaroopam 2 Review: কমল হাসনের এই ছবি আদ্যন্ত জগাখিচুড়ি

Kamal Hassan Vishwaroopam 2 Movie Review: Kamal Hassan Vishwaroopam 2 Movie Review: আশ্চর্য রকম অদক্ষ চিত্রনাট্যের বাইরে বেরোতে পারলেন না কমল। তাঁর পরিচিত দক্ষতার সঙ্গে কয়েকটা লোকেশন ছাড়া আর কিছুই দিতে পারলেন না তিনি। বাকিটা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরিচিত দক্ষতার সঙ্গে কয়েকটা লোকেশন ছাড়া আর কিছুই দিতে পারলেন না কমল হাসন।

Vishwaroopam II Tamil Movie Review:

Advertisment

Vishwaroopam 2 movie cast: কমল হাসন, পূজা কুমার, আন্দ্রেয়া জেরেমাই, শেখর কাপুর, রাহুল বোস, অনন্ত মহাদেবন, ওয়াহিদা রহমান, জয়দীপ আহলাওয়াত

Vishwaroopam 2 movie director: কমল হাসন

Vishwaroopam 2 movie rating: ১.৫/৫

বিশ্বরূপমের প্রথম ভাগের এজেন্ট মেজর ওয়াসিম আহমেদ কাশ্মিরী অর্থাৎ ভিশ, কমিক বুকের চরিত্রেদর মতো এন্টারটেইনিং ছিল। তবে অত্যন্ত দুঃখজনকভাবে, দ্বিতীয় ভাগ আদ্যন্ত জগাখিচুড়ি।

প্রথমেই দেখা যাবে মুখে সেলাই নিয়ে ভিশ বিমানে উঠছেন, সঙ্গে দুই সুন্দরী নিরুপমা ও অস্মিতা। তাঁর প্রাক্তন স্ত্রীয়ের চিঠি থেকে স্পষ্ট সে ছলনাময়ী, আর তার থেকেও বেশি পরিষ্কার এই ত্রয়ী। ছবির প্লট অস্থির, অগোছালোভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে চলেছে। কখনও ভারত তো কখন আমেরিকা কিংবা আফগানিস্থান। আর চরিত্ররা এক স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকা মা, সেন্টিমেন্টাল ছেলে এবং সুন্দরী মহিলা, যারা স্পাইমাস্টার হওয়ার চেষ্টায় রয়েছেন। হেলিকপ্টার, মিসাইল, গ্রেনেড, কী নেই ছবিতে? ওদিকে ভিশ ভারতের রাজধানী রক্ষার মরিয়া চেষ্টায় রত।

Vishwaroopam II, Kamal Haasan Vishwaroopam 2 Tamil Movie Review

ছবিতে সবাই তাঁদের মতো করে ভাল, তবু কাজ করল না চিত্রনাট্য। শেখর কাপুর এবং অনন্ত মহাদেবন, দুজনেই সিনিয়র ব্যাকরুম বয়ের চরিত্রে। তবে ছবিতে মজার দায়িত্বটা তাঁরাই বহন করেছেন। আল-কায়দার সদস্য হিসাবে দেখা যাবে রাহুল বোসকে। সারাক্ষণ চিৎকার করে সংলাপ বলছেন, "ইয়ে গদ্দারো কো তখত নেহি তাবুত দিয়া যাতা হ্যায়।" জয়দীপ আহলাওয়াত তো ট্রিগারে হাত দিয়েই রয়েছেন। তবে পর্দায় ওয়াহিদা রহমানের উপস্থিতি ক্ষতের ওপর মলমের মতো।

আরও পড়ুন, অনিল কাপুরের এই ছবি অবিশ্বাস্য রকমের খারাপ

কমল হাসন ছবির সহ লেখক, পরিচালক ও প্রযোজক। ছবিতে তিনি র (RAW) এজেন্টের ভূমিকায়। ছবিতে সমস্ত রকমের কেরামতি দেখিয়েছেন এই প্রবীণ অভিনেতা। ছবির প্রথম পার্টে বিশ্বরূপমের পথিকৃৎ ছিলেন কমল হাসন, সৈনিক থেকে সোজা গুপ্তচরের ভূমিকায় বিশ্বরূপম টুতে। তাও আবার তাঁর মুখে শোনা যাচ্ছে ''ম্যায় মজহব নেহি, মুল্ক কে লিয়ে খুন বহাতা হু''-র মতো সংলাপ। আশ্চর্য রকম অদক্ষ চিত্রনাট্যের বাইরে বেরোতে পারলেন না কমল। তাঁর পরিচিত দক্ষতার সঙ্গে কয়েকটা লোকেশন ছাড়া আর কিছুই দিতে পারলেন না তিনি। ছিলেন আত্মসচেতনও। বাকিটা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

Vishwaroopam 2 Movie Review kamal haasan
Advertisment